বইমেলায় নিজের লেখার জেরক্স মাত্র ৫ টাকায় বিক্রি করছেন অসহায় বৃদ্ধা লেখিকা

আজ-কাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন খবরই আর মানুষের অজানা নেই। সাম্প্রতিক যেকোনো বিষয়কে নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা হয় ।শুধু তাই নয় মানুষের প্রতিভাও বিকশিত হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এছাড়াও আমাদের চারদিকে কোথায় কি ঘটছে সে সবকিছু জানা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

বেশ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতা বইমেলার জন্য অপেক্ষা করেছিল সকল বই প্রেমের মানুষ। অনেক বই এর স্টল ছিল সেখানের। বই এর স্টল ছাড়াও অনেকে ঘুরে ঘুরে বই বিক্রি করছে কলকাতা বই মেলায়। তাদের প্রত্যেকের জীবনের গল্প এক এক রকম। তেমনি এক বৃদ্ধা বই বিক্রি করছিলেন কলকাতা বইমেলায। সে বৃদ্ধার নাম রুনু মল্লিক।

ঝোলার মধ্যে বই নিয়ে তিনি বই বিক্রি করছিলেন। তার ঝোলায় অন্য লেখকের এর বই যেমন ছিল তেমনই ছিল অনেকগুলি জেরক্স করা কাগজ। সেগুলিতে ছিল তার নিজের লেখা কবিতা এবং সেই কবিতাতে উঠে এসেছে সাম্প্রতিক বিভিন্ন জিনিস। যেমন প্রথমে ছিল করোনার প্রভাব নিয়ে লেখা কবিতা। শেষ এ ছিল তার জীবনী এবং সেই জেরক্স এর দাম মাত্র পাঁচ টাকা। এইভাবেই নিজের লেখা বিক্রি করছিলেন এই বৃদ্ধা। এরপর এই খবরটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তার কাছ থেকে তার লেখা কিনে নেন। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।