Bipasha Basu: গোলাপি পোশাকে আদুরে একরত্তি, প্রথমবার মেয়ে দেবীর মুখ প্রকাশ্যে আনলেন বিপাশা

বলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু কে কেই বা না চেনেন।২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন বিপাশা,বাবা হয়েছেন অভিনেতা কর্ণ সিং গ্রোভার।এই প্রথম তাঁর কন্যাসন্তান দেবী-র ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায় এর আগে মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। এই প্রথম গোলাপি পোশাকে একরত্তি দেবীর ছবি ভাগ করে নিলেন বি টাউনের এই অভিনেত্রী।

বিপাশা ও কর্ণ তাদের বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার।অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি, প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর দেন। এরপরে তাঁর কোলে এসেছে ছোট্ট দেবী।

দম্পতি এর আগে সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন। তবে ৬ মাসেরও বেশি সময় অবধি দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস অনেকেই তাদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। একই পথ অনুসরণ করেছিলেন কর্ণ ও বিপাশাও।

সম্প্রতি বিপাশা তার মেয়ের যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে একটি হালকা গোলাপি পোশাক পরে রয়েছে সে। মাথায় গোলাপি বো দেওয়া হেয়ারব্যান্ড। পোশাকে যত্নে ফুটিয়ে তোলা হয়েছে দুটি শব্দ, ড্যাডিজ় প্রিন্সেস অর্থাৎ বাবার রাজকুমারী। বড় বড় চোখে ক্যামেরার দিকে তাকিয়ে দেবী, কখনও আবার দাঁত ছাড়া হাসিতে মন ভরিয়ে দিচ্ছে একরত্তি। নেটিজেনরা এই ছবিতে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন।