তৃতীয় বিয়ে করতে চলেছেন আমির! আমিরের প্রেমিকার পোস্ট ঘিরে গুঞ্জন শুরু

কয়েকদিন আগেই বাগদান পর্ব সেরেছেন আমির খানের (Amir Khan) মেয়ে ইরা খান (Ira Khan)। বাগদান হয়েছে তাঁর প্রেমিক নুপূর শিখরের (Nupur Sikhre) সাথে। ইরা এবং নুপূর ২ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। ইরা ও নুপূরের প্রেমের সম্পর্কের কথা জানতেন নেটিজনরা। ইতালিতে নুপূর ইরাকে প্রপোজ করে। এরপরেই দুজনে সেরে ফেলেন এনগেজমেন্ট।

তবে এবারে নাকি মেয়ের মতো আমির খানও বৈবাহিক সম্পর্কে জড়াতে চলেছেন নতুন করে। এমনকি মেয়ের সাথে একই ছাদনা তলাতে বিয়ে সারবেন তিনি। গতবছর আমির খানের সাথে তাঁর দ্বিতীয় স্ত্রী রীনা দত্তের বিবাহ বিচ্ছেদ হয়। মিউচুয়াল ডিভোর্স করেন দুজন। সেই কথা আমির নিজেই স্যোশাল মিডিয়াতে জানান। একইসাথে জানিয়েছিলেন, বৈবাহিক সম্পর্ক শেষ হলেও একসাথে ভবিষ্যতে কাজ করতে অসুবিধা নেই তাদের। তবে আমির খানের দ্বিতীয় বিয়ের বিচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছিল আমির খান নাকি নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

View this post on Instagram

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh)

এমনকি আমির খানের বিয়ে নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। আগেই শোনা গেছিল ‘দাঙ্গাল’ সিনেমার অভিনেত্রী ফাতিমা সানা শেখের সাথে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আমির খান। এর আগে জন্মদিনের পার্টিতে আমির, ফতিমাকে একসাথে দেখাও গেছিল। সম্প্রতি একটি পোস্ট সেই বিষয়টিতে কিছুটা সবুজ সঙ্কেত দিয়েছে।

View this post on Instagram

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh)

কারণ সম্প্রতি ফাতিমা একটি ফটোশুট করেছেন। সেই ছবিগুলোতে ব্যাকলেস টপ আর সাদা রঙের প্লাজোতে দেখা গেছে ফতিমাকে। এমনকি সেই ফটোশুটের ছবিগুলো ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। সেই ছবি দেখেই অনেকে সন্দেহ করছেন হয়তো ফতিমা এবারে আমির খানের সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াতে চলেছেন।

Back to top button