নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

Neel-Trina: নীল-তৃণা কি বাবা-মা হতে চলেছেন? খোলসা করলেন অভিনেত্রী নিজেই

Published on:

Neel-Trina: তিন বছর আগে ছোটবেলার বন্ধু এবং প্রেমিক অভিনেতা নীল ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন তৃণা সাহা। টলিপাড়ার বেশ বিখ্যাত দম্পতি তারা। সম্প্রতি তাঁদের বিবাহবার্ষিকী উদযাপন হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। দুই অভিনেতাই বাংলা সিরিয়াল জগতের জনপ্রিয় মুখ। কিন্তু দুঃখের বিষয় এই দম্পতিকে কোনদিনই একসাথে অভিনয় করতে দেখা যায়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি ‘বোকা সোডা’ নামের একটি মিউজ়িক ভিডিয়োতে পারফর্ম করেছেন তৃণা এবং নীল। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় নেটমহলে। গানের কথা অনেকেরই ভাল লাগেনি, আবার অনেকেরই পছন্দ হয়েছে। ট্রোলড হয়েছেন তৃণা। কিছু অনুগামী হারিয়েছেন তিনি। তবে বিষয়টিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নিয়েছেন তিনি। কিছুদিন থেকেই শোনা যাচ্ছে, তৃণা নাকি মা হচ্ছেন। সেটা কি সত্যি?

সপ্তাহখানেক আগে তাইল্যান্ডে গিয়েছিলেন তৃণা। সেখানে ছিল একটি ছবির শুটিং। সেখানে আগেই পৌঁছে গিয়েছিলেন নীল। এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছেন তাঁরা। ‘তিলোত্তমা’ নামের একটি ছবিতে কাজ করছেন তাঁরা। সিনেমায় তৃণা মা হয়েছেন এক বাচ্চার। তাঁকে দেখা যাবে এক ‘সিঙ্গল’ মায়ের চরিত্রে।

সিনেমার চিত্রনাট্যের গল্পের সঙ্গে অনেকে বিষয়টি গুলিয়েছেন। তৃণা জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। তবে ‘তিলোত্তমা’ সিনেমায় তিনি এক মা। বিয়ের পর তৃণা-নীলকেও খানিকটা শুনতে হয়, কবে তাঁরা বাবা-মা হবেন। কিন্তু তাঁদের অভিভাবকেরা এই নিয়ে কোনও চাপ সৃষ্টি করেননি। কেরিয়ারে মন দিয়েছেন দুই তারকাই। এই মুহূর্তে তাঁদের বাবা-মা হওয়ার তেমন তাড়া নেই।

আরও পড়ুন: Sweta-Rubel: বিচ্ছেদের সময়েও সত্যিকারের প্রেমের উদাহরণ! শীঘ্রই বিয়ে করছেন রুবেল-শ্বেতা

About Author

Leave a Comment