Bhaswar Chatterjee: বাংলা ইন্ডাস্ট্রিতে একজন জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। অভিনয় দক্ষতা দিয়ে বারবার প্রমাণ করেছেন নিজের অভিনয়ের গভীরতা। অর্জন করেছেন প্রচুর ভালোবাসা। ১৯৯৮ সালে টেলিভিশনে তিনি প্রথম অভিনয় করেছিলেন জলতরঙ্গ ধারাবাহিকে। তিনি ২০০২ সালে লেজেন্ড অফ ভগত সিং চলচ্চিত্রে বটুকেশ্বর দত্তের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।
২০২০ সাল পর্যন্ত তিনি বাংলা ভাষায় মোট ১১১টি ধারাবাহিকে উপস্থিত হয়েছেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ভারতীয় সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আলো, টক্কর, জয় বাবা লোকনাথ, শ্রীকৃষ্ণভক্ত মীরা, বাজলো তোমার আলোর বেণু, জন্মভূমি, এক আকাশের নিচে, সোনার হরিণ, মা, অগ্নিপরীক্ষা, ইষ্টি কুটুম, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, বিন্নি ধানের খই, পটল কুমার গানওয়ালা, করুণাময়ী রাণী রাসমণি সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বর্তমানে ষ্টার জলসার বিখ্যাত ধারাবাহিক গীতা এলএলবি তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এবার হিন্দি সিরিয়ালে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। একাধিক সিনেমা, সিরিয়ালে জনপ্রিয় মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি গান করেছেন, বইও লিখেছেন।
স্নেহাশিস চক্রবর্তীর বাংলা সিরিয়াল ‘গীতা এলএলবি’ হিন্দিতে রিমেক করা হয়েছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার বাঙালি নায়িকা শ্রীতমা মিত্র। আর এই হিন্দি সিরিয়ালের এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভাস্বর। তাকে দেখা যাবে গৌরব সিং রাজপুত চরিত্রে।