নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

RG kar Case: আরজি করের হামলার প্রতিবাদে, দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল আইএমএ! বন্ধ থাকবে আউটডোর পরিষেবা

Published on:

RG kar Case: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং নৃশংসখুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় কলকাতাবাসী বিক্ষোভ এবং প্রতিবাদ সবর হয়েছে।  গত শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা।শুধু তাই নয় শুক্রবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আইএমএ জানিয়েছে, শনিবার অর্থাৎ ১৭ অগস্ট, সকাল ৬টা থেকে শুর হবে ধর্মঘট। চলবে রবিবার ১৮ অগস্ট সকাল ৬টা পর্যন্ত। এই ২৪ ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না। আইএমএ স্পষ্ট জানিয়েছে, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এই ধর্মঘট।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডাক্তারদের সংগঠন আইএমএ বলেছে, ‘ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। কিন্তু ওপিডি-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। এমনকী যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে।’

এর আগে গত বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস। ঐদিন রাজ্যের অনেক হাসপাতালের আউটডোর বন্ধ থাকার পর রোগী ভোগান্তির চিত্র উঠে এসেছিল। চিকিৎসক সংগঠনের তরফে জানানো হয়েছিল, জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনওরকম পরিষেবা দেবেন না তাঁরা।

যেভাবে আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন হতে হয়েছে তারই প্রতিবাদে তাঁদের এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আরজিকর-সহ রাজ্যজুড়ে চলা ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থনও জানিয়েছিল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

আরও পড়ুন: Nabanna Notice: রাজ্য সরকারের কর্মীদের জন্য খারাপ খবর! নতুন এই নির্দেশ জারি করল রাজ্য সরকার

About Author

Leave a Comment