পেঁয়াজ দিয়েই করুন লেবু চাষ, ১২ মাস ফলন হবে বাম্পার, শিখে নিন পদ্ধতি

গাছ লাগাতে সবাই ভালোবাসেন। কেউ ফুলের গাছ লাগাতে ভালোবাসেন, আবার কেউ কেউ ফল বা সবজির গাছ লাগাতে পছন্দ করেন। লেবু (Lemon)-এর চাষ করে থাকেন অনেকেই। লেবুর এমনিতেই উপকারিতা প্রচুর। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি (Vitamin C) । যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আবার রূপচর্চাতেও লেবুর প্রয়োজনীয়তা রয়েছে। এবারে আপনাদের জানাবো কিভাবে পেঁয়াজের সাহায্যে লেবু চাষ করা যাবে। জেনে নিন।

প্রথমে লেবু গাছের কিছুটা ডাল কেটে নিতে হবে। এরপর গাছের ডাল থেকে লেবু পাতাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এরপর ডালটির গোড়ার দিকের ছাল ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলিকে কেটে নিতে হবে।

এবারে পেঁয়াজ কেটে পেঁয়াজের পেস্ট তৈরি করে নিন। এরপর একটি টব নিয়ে তাতে মাটি এবং ওই পিঁয়াজের পেস্ট মিশিয়ে নিন। এরপর এই টবে গাছের ডালটি পুঁতুন।

এইভাবে রোজ জল দিন এবং গাছের যত্ন করুন। দেখবেন দেড় মাসের মধ্যেই গাছটি বড়ো হয়েছে। তখন গাছটিকে বড়ো পাত্রে প্রতিস্থাপন করুন। রোজ রোদ লাগাতে দিন ,জল দিন গাছে। কিছুদিনের মধ্যেই দেখবেন গাছটি বড়ো হয়ে গেছে।