নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

খুদে বালকের সাথে তুমুল খেলায় মত্ত ছোট্ট বানর, ব্যাপক ভাইরাল ভিডিও

Published on:

সোশ্যাল মিডিয়া (Social Media) বিনোদনের (Entertainment) অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওগুলি দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন। কোন কোন ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে হাসির পরিবেশ সৃষ্টি করে। আবার কোন কোন ভিডিও দেখে মানুষের মনে রাগের উদ্রেক হয়। আবার অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগায়। তবে এবার একদম অন্যরকম একটি ভিডিও ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেই ভিডিওতে একটি বাঁদর ছানার সঙ্গে একটি বাচ্চার সুন্দর সম্পর্কের কথা প্রকাশিত হলো। ভিডিওটিতে দেখা গেছে যে বাড়ির বাইরে ঘাসের উপর একটি মাদুরের ওপরে বাদর ছানাটি রয়েছে। তাকে মানুষের মতো করে জামা কাপড় পরানো হয়েছে। বাঁদরটি সেই মাদুরের ওপরে শুয়ে রয়েছে। দেখা গেছে তার পাশে একটি বাচ্চা ছেলে বাঁদরটিকে জড়িয়ে ধরে আদর করছে। তাদের দুজনের খুনসুটি প্রকাশিত হয়েছে ভিডিওটিতে।

সব মিলিয়ে ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। এছাড়াও বাচ্চাটিকে দেখা গেছে বাদরটিকে ফল খাইয়ে দিতে আবার বাঁদরটিও সেই ফলটি খেয়েছে। একেবারে বাচ্চার মতন করে বাদরটির খেয়াল রাখা হচ্ছে ভিডিওটি মলি মাঙ্কি (Moli Monkey) নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি সঙ্গে ভাইরাল হয়ে গেছে প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন।

About Author