নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

‘মিঠুনের সাথে বিয়ে না হয়ে ভালোই হয়েছে’, ৪৭ বছর পর বড় বয়ান দিলেন মহাগুরুর নায়িকা মমতা শঙ্কর

Published on:

সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবনের খোঁজ রাখতে চান সকলেই। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মমতা শঙ্কর (Mamata Shankar)। অভিনেত্রী ছাড়াও একজন নৃত্যশিল্পী তিনি। বর্তমানে তার বয়স কিছুটা বেশি হলেও এখনো তার অভিনয় মন কেড়ে নেয় সকলের। সম্প্রতি দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত প্রজাপতি (Projapoti) সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসেছিলেন তিনি। সেখানে তিনি জানান যে দীর্ঘ অনেক বছর পর তিনি আর মিঠুন চক্রবর্তী একসাথে কাজ করছেন। প্রথম মৃগয়া ছবিতে তারা একসাথে কাজ করেছিলেন। এখনো তার একই রকম বন্ধুর মতো রয়ে গেছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

একথা হয়তো অনেকেই জানেন না যে মমতা শঙ্কর এই সাথে মিঠুন চক্রবর্তীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিন এটি স্বীকার করেন। তিনি বলেন যে হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। সেই জন্যই হয়তো মমতা শঙ্কর তার বর্তমান স্বামী অর্থাৎ চন্দ্রোদয় কে ভালোভাবে চিনতে পেরেছেন।

এছাড়াও তিনি জানিয়েছেন মিঠুন চক্রবর্তীকে বিয়ে করলে তিনি নাচ বা অভিনয় কোনোটাই আর করতে পারতেন না। সেটা তার পক্ষে সম্ভব ছিল না। বর্তমানে মিঠুনের স্ত্রী যোগীতার পক্ষে সেটি সম্ভব হয়েছে। তাই মমতা শঙ্কর বলেছেন যে মিঠুন চক্রবর্তীর জন্য যোগীতাই ঠিক আর তার জন্য চন্দ্রোদয়ই ঠিক।

About Author