বাংলার শিশু শিল্পী অরিত্র দত্ত বণিক মানেই ইন্ডাস্ট্রির পাকা ছেলে। এতদিন এই নামেই পরিচিত ছিলেন তিনি। একেবারে ছোট থেকেই অভিনয় জগতে আসা তার সাফল্য অর্জন করেন তিনি । তবে সেই ছোট্ট ছেলেটা এখন আর ছোট নেই অনেকটাই বড় হয়েছে ।
জানেন এতদিন কি করেছিলেন তিনি ? দেশের তাঁবড় বিজ্ঞাপন সংস্থা আর বিদেশি নানা ছবির কালারিস্ট হিসাবে কাজ করছেন অরিত্র।ক্লাস টুয়েলভ এর পর থেকেই তার একটু একটু করে কম্পিউটার সায়েন্সের প্রতি আগ্রহ বাড়ে। ছোটবেলায় যখন অভিনয় করতো তখন অ্যানালগ ক্যামেরায় শুটিং হতো,সেটা একেবারেই অন্যরকম একটা ব্যাপার ছিল। তারপরে ধীরে ধীরে টেকনোলজি বদলায় আর তার আগ্রহ বাড়ে।
অরিত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সোশিয়লজি নিয়ে পড়াশোনা শেষ করে এবং এখন সে মিডিয়া সাইন্স নিয়ে পড়াশোনা করছে। আর পাশাপাশি কাজও করে যাচ্ছে। ছোটবেলায় বিভিন্ন সিনেমাতে পাকা বাচ্চার চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয় হয়েছিলেন তিনি। বিশেষ করে পরান যায় জলিয়া রে সিনেমাতে দেবের সঙ্গে তার অভিনয় দারুন জনপ্রিয় হয়ে উঠেছিল।
তবে তিনি হঠাৎ করে কেন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে অরিত্র বলে, আমি একই ধরনের অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম। একটু বড় হওয়ার পর কয়েকটা সিরিয়াস চরিত্রে অভিনয় করি। কিন্তু তাতেও লাভ হয়নি। দর্শকরা যেখানে দেখতেন, বলতেন আপনার অমুখ চরিত্রে অভিনয় দেখে দারুণ হেসেছি। ভেবে দেখলাম দর্শকরা আমাকে হাসির বস্তু হিসেবে নিচ্ছে, তাই ভাবলাম একটু বিরতি নি।
তার মাসির এক সহকর্মী তাঁকে অভিনয়ের সুযোগ করে দেন যখন তার বয়স সাড়ে চার থেকে পাঁচ।তবে আবৃত্তি প্রতিযোগিতায় থাকার জন্য কথা বলার ধরন্ টা সে আগে থেকেই জানতো। মায়ের হাত ধরে অডিশনে চলে যায় আর সেইদিনই সিরিয়ালে জায়গা হয়ে যায় তার।অরিত্র বেশি জনপ্রিয়তা পেল এমজি ওরফে মিঠুন চক্রবর্তীর সাথে ডান্স বাংলা ডান্সে জুটি বেঁধে। মিঠুন চক্রবর্তী আর অরিত্রর খুনসুঁটি একটা অন্য মাত্র মাত্রায় তুলে নিয়ে গিয়েছিল সেই শোটিকে।