নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

RG Kar: আর জি কর কাণ্ডে চোখের জল আটকাতে পারলেন না রচনা, অভিযুক্তের জন্য কঠোর শাস্তির দাবি জানালেন

Published on:

RG Kar: দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে কলকাতাবাসী স্বাধীনতার সেই আনন্দ আর উপভোগ করতে পারল না। নতুন করে মেয়েদের স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছে ছোট বাচ্চা মেয়ে থেকে শুরু করে বৃদ্ধারা। আরজি কর কাণ্ড যেন সবার চোখের ঘুম কেড়ে নিয়েছে। এবার মুখ খুললেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় চোখে জল তাঁর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কড়া শাস্তির দাবি জানান সাংসদ। রচনার কথায়, ‘স্বাধীনতা দিবসে দেশ স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি? আমরা কী স্বাধীনভাবে ঘুরতে পারছি? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর- একটার পর একটা ঘটনা। আমরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারব?’

আরজি করের ঘটনায় নিন্দায় সরব হন সাংসদ। বলেন, ‘ভাষায় প্রকাশ করা যায় না। মুখে আনা যায় না।’ এদিন কথা বলতে বলতে কেঁদে ফেলেন রচনা। বলেন, ‘দিনের শেষে কাজ করে গাড়ি করে ফিরি, সব মানুষ তা পান না। অনেক মহিলা হেঁটে, বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফেরেন। কেউ ট্যাক্সি, অটো করে ফেরেন। এখন মনে হচ্ছে বাড়িতে ঠিকমতো পৌঁছোতে পারব তো? কেন হবে বলুন তো? মাথা উঁচু করে বাঁচব আমরা।

পুরুষ মানুষ আমাকে দেখলে সম্মান করবে, বাঁচানোর চেষ্টা করবে, বিপদে পড়লে হাত ধরে বাড়ি পৌঁছে দেবে।’ আরজি করের মতো এমন অন্যায়কে রুখতে কঠিন পদক্ষেপ করা প্রয়োজন। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে বিচারব্যবস্থায় বদল আনা প্রয়োজন বলেও মনে করেন তারকা সাংসদ।

সুবিচার এবং অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি গতকাল যাঁরা মিছিলে পা মিলিয়েছেন, সেই মহিলাদেরও কুর্নিশ জানিয়েছেন রচনা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দেন তিনি।

আরও পড়ুন: RG kar Case: আরজি করের হামলার প্রতিবাদে, দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল আইএমএ! বন্ধ থাকবে আউটডোর পরিষেবা

About Author

Leave a Comment