টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) । তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। তার সুপারহিট ছবির সংখ্যা প্রচুর। অনেক সুপারহিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন । এই বছর তার ধর্মযুদ্ধ (Dharma juddho) , হাবজি গাবজি (Habji Gabji) , বৌদি ক্যান্টিন (Boudi Canteen) সিনেমা মুক্তি পেয়েছিল। সামনে তার আরো অনেকগুলি কাজ মুক্তির অপেক্ষায়। তার এই কাজ গুলি দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।
ইতিমধ্যে একটি পুত্র সন্তানের মা হলেন তিনি। তার ছেলের নাম ইউভান (Yuvan)। তার স্বামী হলেন বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সুখী দাম্পত্য জীবন জীবন কাটাচ্ছেন তারা। ইউভান এখন অনেকটাই ছোট। ইউভানের সঙ্গে বিভিন্ন মজার মুহূর্ত শুভশ্রী গাঙ্গুলী ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড শোতে (Award Show) গিয়ে শুভশ্রী গাঙ্গুলির কথায় নাকি দ্বিতীয়বার সন্তান নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছিল। সেই নিয়ে তার ফ্যান ফলওয়ার্স রা বেশ উদগ্রীব।
তবে এবার এই নিয়ে মুখ খুললেন শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী (Debashree)। তিনি বলেছেন যে শুভশ্রী এবং দুই পরিবারও চান এ ইউভান এর ছোট্ট বোন আসুক। থে সে এখন অনেকটাই ছোট। তাকেই এখন সময় দেওয়াটা দরকার। বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী। পরেও দ্বিতীয় সন্তানের চিন্তা করবেন কিনা সেটি ভেবে দেখার বিষয়।