Shreema Bhattacherjee: স্টার জলসা, জি বাংলার মতোই ধারাবাহিকের জন্য বিখ্যাত আরেকটি চ্যানেলগুলো সান বাংলা। দিনে দিনে বেশ কয়েকটি ধারাবাহিকের জন্য জনপ্রিয় হয়ে উঠছে এই চ্যানেল। আর সেই চ্যানেলেই সম্প্রতি শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক ‘বসু পরিবার’। বসু পরিবারের কর্তা অঞ্জন বসু-কে এবং নায়ক সৌরজিৎ-কে দেখানো হয়েছিল। তবে নায়িকা-কে দেখানো হয়নি প্রথম প্রোমোতে।
দ্বিতীয় প্রোমোতে অবশেষে দেখানো হল নায়িকা-কে। ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে দেখানো হয়েছে বসু পরিবারের বিয়ের তোড়জোড়। বিদিশার সঙ্গে সুমনের বিয়েতে ব্যস্ত গোটা বসু পরিবার। আর সেখানেই দেখা মিলল নায়িকা নীলার। নীলা অর্থাৎ শ্রীমা ভট্টাচাৰ্য অভিনয় করছেন এই চরিত্রে। ধারাবাহিক অনুযায়ী সে খুব সৎ এবং সাহসী মেয়ে। তার জীবনে অনেক সমস্যা থাকলেও সে মানুষের পাশে এসে দাঁড়ায়।
এমন পারিবারিক গল্পের সাক্ষী এর আগেও দর্শকরা হয়েছে। তবে এই নতুন ধারাবাহিক বসু পরিবার সেক্ষেত্রে কতটা সফল হবে তাই দেখার। বসু পরিবারের শক্ত বন্ধন যখন সেই সময় পাশে এসে দাঁড়াবে নীলা। তাদের কীভাবে সাহায্য করবে এবং ছোটছেলে দীপ্তেশের সঙ্গে নীলা কীভাবে সাত পাকে বাঁধা পড়বে সেটা দেখার। একেবারে পারিবারিক গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক।
View this post on Instagram
অভিনয় জগতের একটি জনপ্রিয় নাম শ্রীমা ভট্টাচার্য। শুধু ছোট পর্দায় নয় বড় পর্দাতেও একাধিক বার দেখা গিয়েছে তাকে। তবে নায়ক সৌরজিতের এটি দ্বিতীয় ধারাবাহিক। তবে জুটি হিসেবে কতটা সফল নজির তারা গড়তে পারবে তার উত্তর পেতে গেলে দেখতে হবে এই ধারাবাহিকের পর্ব গুলি।
আরও পড়ুন: Bengali Serial: এক বা দুই বছর নয়, প্রধান চ্যানেল এবার ১০০ দিনের এপিসোডে নতুন গল্প আনছে