নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

Shreema Bhattacherjee: পার্শ্ব চরিত্র নয়! নায়িকা নীলা হয়ে ফিরলেন শ্রীমা, সামনে এলো নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো

Published on:

Shreema Bhattacherjee: স্টার জলসা, জি বাংলার মতোই ধারাবাহিকের জন্য বিখ্যাত আরেকটি চ্যানেলগুলো সান বাংলা। দিনে দিনে বেশ কয়েকটি ধারাবাহিকের জন্য জনপ্রিয় হয়ে উঠছে এই চ্যানেল। আর সেই চ্যানেলেই  সম্প্রতি শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক ‘বসু পরিবার’।  বসু পরিবারের কর্তা অঞ্জন বসু-কে এবং নায়ক সৌরজিৎ-কে দেখানো হয়েছিল। তবে নায়িকা-কে দেখানো হয়নি প্রথম প্রোমোতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দ্বিতীয় প্রোমোতে অবশেষে দেখানো হল নায়িকা-কে। ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে দেখানো হয়েছে বসু পরিবারের বিয়ের তোড়জোড়। বিদিশার সঙ্গে সুমনের বিয়েতে ব্যস্ত গোটা বসু পরিবার। আর সেখানেই দেখা মিলল নায়িকা নীলার। নীলা অর্থাৎ শ্রীমা ভট্টাচাৰ্য অভিনয় করছেন এই চরিত্রে। ধারাবাহিক অনুযায়ী সে খুব সৎ এবং সাহসী মেয়ে। তার জীবনে অনেক সমস্যা থাকলেও সে মানুষের পাশে এসে দাঁড়ায়।

এমন পারিবারিক গল্পের সাক্ষী এর আগেও দর্শকরা হয়েছে। তবে এই নতুন ধারাবাহিক বসু পরিবার সেক্ষেত্রে কতটা সফল হবে তাই দেখার। বসু পরিবারের শক্ত বন্ধন যখন সেই সময় পাশে এসে দাঁড়াবে নীলা। তাদের কীভাবে সাহায্য করবে এবং ছোটছেলে দীপ্তেশের সঙ্গে নীলা কীভাবে সাত পাকে বাঁধা পড়বে সেটা দেখার। একেবারে পারিবারিক গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Bangla (@sunbanglaofficial)

 

অভিনয় জগতের একটি জনপ্রিয় নাম শ্রীমা ভট্টাচার্য। শুধু ছোট পর্দায় নয় বড় পর্দাতেও একাধিক বার দেখা গিয়েছে তাকে। তবে নায়ক সৌরজিতের এটি দ্বিতীয় ধারাবাহিক। তবে জুটি হিসেবে কতটা সফল নজির তারা গড়তে পারবে তার উত্তর পেতে গেলে দেখতে হবে এই ধারাবাহিকের পর্ব গুলি।

আরও পড়ুন: Bengali Serial: এক বা দুই বছর নয়, প্রধান চ্যানেল এবার ১০০ দিনের এপিসোডে নতুন গল্প আনছে

About Author
Swarupa Das

নমস্কার, আমি স্বরূপা দাস। আমার হবি লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইন করতে পছন্দ করি। তাই বিভিন্ন বিষয় সংক্রান্ত লেখালেখি করে থাকি। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার লক্ষ্য। বিভিন্ন ধরণের সংবাদ পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।

Leave a Comment