Sweta-Rubel: বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। তাদের প্রেমের গল্প প্রায় সকলেরই জানা কারণ প্রথম থেকেই তারা কোন রাগ ঢাক না রেখেই তাদের সম্পর্কের কাছে কথা জনসাধারণের কাছে জানিয়ে এসেছেন।
ইন্ডাস্ট্রিতে অতীতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেছে যারা সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন এবং তার সাথে সাথে এমনও দেখা গেছে সেই জুটি বেশিদিন হয়তো টেকেনি, কিন্তু তাদের মধ্যে অন্যতম হল সেটা এবং রুবেলের সম্পর্ক। রুবেল এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন এবং শ্বেতা রয়েছেন জি-বাংলা’র ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। অতীতে রুবেল এবং সে তাকে একসঙ্গে সিরিয়াল করতেও দেখেছে জনসাধারণ।
শ্বেতা এবং রুবেল প্রেমের খবর এখন টেলিপাড়ার সকলের জানা। ‘যুমনা ঢাকি’ ধারাবাহিক চলাকালীন তারা একে অপরের প্রেমে পড়েন। সেই সময় নিজেদের সম্পর্ক প্রকাশ্যে না আনলেও পরবর্তীকালে তারা দুজনেই স্বীকার করেন তারা সম্পর্ক রয়েছেন। তবে এবার সেই প্রেমের সম্পর্ক গড়াতে চলেছে বিবাহের পথে।
View this post on Instagram
সূত্রানুসারে জানা যাচ্ছে যাচ্ছে শ্বেতা এবং রুবেল বিয়ের প্ল্যানিং করছেন। ২০২৫ সালের প্রথমদিকেই অর্থাৎ জানুয়ারি মাসে বিয়েটা সেরে ফেলতে চান তারা। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: RG Kar: আর জি কর কাণ্ডে চোখের জল আটকাতে পারলেন না রচনা, অভিযুক্তের জন্য কঠোর শাস্তির দাবি জানালেন