নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

Weather Forecast: ফের নিম্নচাপের ঘোরাটোপ! কোন কোন জেলায় সতর্কতা জারি করল হওয়া অফিস ?

Published on:

Weather Forecast: দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা গতকাল অর্থাৎ শুক্রবারই নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গেছে। সেইসঙ্গে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া পুরুলিয়া, দিঘার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে আবহাওয়া সূত্রে খবর। সেইসবের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায়-জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে দেখা গেছে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১২টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

শনিবার দক্ষিণবঙ্গের ১১টি জেলায় (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: Kumar Sanu: “কেন আর কেউ আমাকে দিয়ে গান গাওয়ায় না”, সেই আক্ষেপ জানালেন কুমার শানু

About Author

Leave a Comment