সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল আমরা অনেক কিছু জানতে পারি নিমিষের মধ্যেই। যেগুলো আমাদের অনেক সময় আনন্দ দেয় আবার অনেক সময় চিন্তার বিষয় হয়ে ওঠে। যেকোনো জিনিস মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আজকাল পশুপাখিরা তাদের নিজেদের মধ্যে এমন কিছু ক্রিয়া-কলাপ করে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
পাখির কথা বললে টিয়া, শালিক বেশ জনপ্রিয়। বাড়িতে অনেকেই শালিক পাখি পু’ষে থাকেন। বাড়ির মালিকরা তাদের ছোট্ট সদস্যদের নানান কীর্তিকলাপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি শালিক পাখির কথা বলার ভিডিও। আমরা জানি টিয়া পাখি কাকাতুয়া পাখি মোটামুটি কথা বলতে পারে। মানুষের নাম ন”কল করে বলতে পারে।
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শালিক পাখি কিন্তু কথা বলার জন্য অতটাও বিখ্যাত নয়। তবে মানুষের সঙ্গে সহাবস্থানে অর্থাৎ মানুষের সঙ্গে থাকতে থাকতে তারা একসময় শিখে যায় কথা বলতে। তারই প্রমাণ মিলেছে এই ভাইরাল ভিডিও টিতে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি বাড়িতে একটি শালিক পাখি পুষেছেন।
বাড়িতে লোকজন তাদের সঙ্গে থাকতে থাকতেই সে বেশ ভালোই কথা বলতে শিখে গিয়েছে। কখনো কখনো বাড়ির লোকজনের নাম ধরে সে ডাকছে। কখনো আবার দেখা যাচ্ছে, বলছে তার কথা নাকি খুব মিষ্টি। ঠিক এভাবেই বাড়ির মালিকের সঙ্গে দীর্ঘক্ষন ধরে আলাপচারিতা করছে একটি শালিক পাখি। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি।
রাকিব এন্টারটেইনমেন্ট বিডি নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক পোস্ট করা হয়েছে এই ভিডিওটি। সোশ্যাল মিডিয়াকে আসামাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। হবে নাই বা কেনো! এমন একটি ছোট্ট যদি কেউ মানুষের মত কথা বলতে থাকে তাহলে তো অবাক হবেই। টিয়া কাকাতুয়ার মতোই ভারী ভারী গলায় কথা বলছে এই শালিক পাখি। ২৫ লাখেরও বেশি দর্শক ইতিমধ্যে ভিডিওটি দেখে নিয়েছেন। আপনি যদি চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন।