প্রয়াণের পর ফের টিভির পর্দায়! আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঐন্দ্রিলার এই সিরিয়াল, রইল ভিডিও

সদ্যই প্রয়াত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তার মৃত্যু কে এখনো ভুলতে পারেনি কেউই। তার মৃত্যুর ফলে ভেঙে পড়েছেন তার বন্ধু মহল , পরিবার তথা তার প্রেমিক। এই অভিনেত্রী দুবার ক্যান্সার (Cancer) কে জয় করেছিলেন। তিনটি ধারাবাহিক ও একটি ওয়েব সিরিজে (Web series) কাজ করেছিলেন তিনি। এরপর ব্রেন স্ট্রোক (Brain Stroke) এ আক্রান্ত ওই হাসপাতালে ভর্তি হন তিনি এবং কয়েকদিন আগে না ফেরার দেশে পাড়ি দেন এই অভিনেত্রী।

তিনি চলে গেলেও স্মৃতি হিসেবে রেখে গেছেন তার অভিনয়। এখনো যে কোন সময় আমরা ফোনের মাধ্যমে তার বিভিন্ন ধারাবাহিক এবং ওয়েব সিরিজ গুলি দেখতে পারি। তবে এবারে ঐন্দ্রিলা শর্মার কথা মাথায় রেখে সান বাংলা একটি বিশেষ পদক্ষেপ নিল। সান বাংলায় তার অভিনীত জীয়নকাঠী (Jiyan Kathi) ধারাবাহিকটি সম্প্রচারিত হতো। এবারে আবার নতুন করে এই ধারাবাহিকটি সম্প্রচারিত করার সিদ্ধান্ত সান বাংলা (Sun bangla) চ্যানেল কর্তৃপক্ষ।

View this post on Instagram

A post shared by Sun Bangla (@sunbanglaofficial)

জানা যায় আগামী 5ই ডিসেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটায় ঐন্দ্রিলা শর্মা অভিনীত ধারাবাহিক জীয়নকাঠী সম্প্রচারিত হবে। তার কারণ ঐন্দ্রিলা এখনো বেঁচে রয়েছেন আমাদের সকলের মধ্যে। এ খবর শোনার পর থেকে অনেকেই ভীষন খুশি হয়েছেন। এই ধারাবাহিকটি দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। এই ধারাবাহিকের মাধ্যমে ঐন্দ্রিলা শর্মা আবারও সকলের মনে থেকে যাবেন।

Back to top button