বেশিরভাগ ধারাবাহীকে শাশুড়ি বৌমার ভালোবাসা অথবা অশান্তির দৃশ্য দেখতে পাই আমরা। কোন কোন ধারাবাহিক আমরা দেখতে পাই শাশুড়ি এবং বৌমার সম্পর্ক এতটাই সুমধুর যে মন ভালো হয়ে যায় আবার কোন কোন ধারাবাহীকে দেখা যায় একেবারে উল্টো।
তেমনি একটি শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা। শিমুলের শাশুড়ি প্রথম থেকেই শিমুলের ওপর নিজের কর্তৃত্ব ফলাতে শুরু করে যা মেনে নিতে পারেনি শিমুল। অন্যদিকে শিমুলের ব্যবহার বারবার আঘাত করেছে শিমুলের শাশুড়িকে আর তাই শিমুলের শাশুড়ি শিমুলের গায়ে হাত পর্যন্ত দিয়েছেন যা দেখে আপত্তি জানিয়েছিলেন দর্শক মহল।
তবে সম্প্রতি ধারাবাহিকে শিমুল এবং তার শাশুড়ির যে সম্পর্কের সমীকরণ দেখানো হচ্ছে তাদের বেজায় খুশি দর্শকরা। ধারাবাহিকে আস্তে আস্তে দেখানো হচ্ছে শিমুলের শাশুড়ি নিজের সমস্ত কষ্ট উজাড় করে দিচ্ছেন তার বউমার কাছে আর বউমা ও চেষ্টা করছে শাশুড়ির মুখ রক্ষা করার। এই প্রথম ছেলেদের বিরুদ্ধে গিয়ে বৌমাকে সাপোর্ট করেছেন শাশুড়ি যা দেখে খুব খুশি সবাই।
আরও পড়ুন: Icche Putul: ডিভোর্স পেপারে সই করার আগেই নীলকে আটকে দিল গিনি, প্রকাশ্যে ইচ্ছে পুতুলের দূর্ধর্ষ পর্ব
আগামী পর্বে আমরা দেখতে পাবো ঘুড়ি ওড়ানো চলছে শিমুলের বাড়িতে যেখানে হঠাৎ করেই চলে এসেছেন শিমুলের শাশুড়ি। শিমুলের শাশুড়িকে দেখে যখন সবাই ভীষণভাবে ভয় পেয়ে রয়েছে তখন শিমুলের শাশুড়ি একটি ঘড়ি বার করে সবার সঙ্গে যোগদান করেছে ঘুড়ি ওড়ানোর আনন্দে। শিমুল নিজের আনন্দ আটকাতে না পেরে শাশুড়িকে জড়িয়ে ধরেছে এবং আনন্দে তুমি বলে ফেলেছে। শাশুড়ি ও কিন্তু এগুলি বেশ প্রশ্রয় দিচ্ছেন এবং শিমুলকে কাছে টেনে নিচ্ছেন।
এমন একটা সমীকরণ দেখার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিল সকলে। স্বাভাবিকভাবেই এই প্রমো দেখে সকলে বিজয় খুশি এবং সবাই চাইছে এবার শিমুল এবং তার শাশুড়ি মিলে সবার সমস্ত অনাচারের বিরুদ্ধে সোচ্চার হোক।