নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

গুটি গুটি পায়ে ১৮-তে পদার্পন করল ব্লুজ প্রোডাকশন, দর্শককে দিলেন চমকে দেওয়া উপহার!

Published on:

একটি সিনেমা বা সিরিয়াল তৈরি করলে গেলে অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি যেটা লাগে তা হলো প্রোডাকশন হাউজ। বলতে গেলে প্রোডাকশন হাউজই সিরিয়াল বা সিনেমা নির্মাণ করে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টেলিভিশন ইন্ডাস্ট্রি সব জায়গায় এমন অনেক প্রোডাকশন হাউজ রয়েছে। বাংলা টেলিভিশন জগতের এমনই এক জনপ্রিয় প্রোডাকশন হাউজ হলো ব্লুজ প্রোডাকশন (Blues Production) হাউজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Blues Production House
Blues Production House

২০০৫ সালের ২১সে আগস্ট প্রোডাকশন হাউজ হিসাবে যাত্রা শুরু করেছিল ব্লুজ। এরপর থেকে এখনো পর্যন্ত বাংলার সিরিয়াল প্রেমীদের অসংখ্য জনপ্রিয় সিরিয়াল উপহার দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এই প্রোডাকশনের প্রথম সিরিয়াল ছিল ‘‘কৃষ্ণকলি আমি তারেই বলি’। তৎকালীন ইটিভি তথা কালার্স বাংলায় সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক।

Blues Production House
Blues Production House

ব্লুজ প্রোডাকশনের হাত ধরে বহু নতুন অভিনেতা অভিনেত্রীকে পেয়েছেন বাংলার দর্শক। পেয়েছেন সেরা ধারাবাহিক। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘তুমি রবে নীরবে’,রাখী বন্ধন’, ‘যমুনা ঢাকি’,’কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘ভালোবাসা ডট কম’, ‘টাপুর টুপুর’, ‘আঁচল’,’সর্বজয়া’ সহ এখনো পর্যন্ত মোট ৪১টি ধারাবাহিক উপহার দিয়েছে দর্শকদের। বর্তমানে এই হাউজের জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘জগদ্ধাত্রী’।

Blues Production House
Blues Production House

দেখতে দেখতে এই প্রোডাকসন হাউজের বয়স হলো ১৮। আর সেই উপলক্ষে গত ২১শে আগস্ট হাউজের প্রতিষ্ঠা দিবসের দিন কেক কেটে সেলিব্রেট করা হলো। উপস্থিত ছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিমি দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায় সহ অনেক কলাকুশলী। উপস্থিত ছিল ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’-র কলাকুশলীরাও। ওই দিন হাউজের কর্ণধার স্নেহাশিষ চক্রবর্তী দরিদ্র অভিনেতাদের টাকা দিয়ে সাহার্য করেন। জানা যাচ্ছে, খুব শীঘ্রই চারটি চ্যানেলে চারটি নতুন ধারাবাহিকের আনতে চলেছে এই প্রোডাকশন হাউজ।

About Author