নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

Hero Nyx HX: 165 KM মাইলেজের ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো Hero! দেখে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস

Published on:

আপনি যদি একটি দুর্দান্ত ইলেক্ট্রিক স্কুটার কিনতে চান, তবে এই প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। বর্তমানে ভারতের বহু পরিবার বাইক এর থেকে স্কুটার এর প্রতি অধিক আগ্রহি হচ্ছেন। পুরুষদের পাশাপাশি নারীরাও ড্রাইভ করতে পারেন বলে বাইকের বদলে বেশিরভাগ পরিবার এখন স্কুটারের দিকে বেশি দৃষ্টি দিচ্ছে। জ্বালানি তেলের আকাশছোঁয়া দামের সাথে বোঝাপড়া করতে অনেকেই ঝুঁকছেন ইলেকট্রিক স্কুটার এর দিকে ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজ এই প্রতিবেদনে আপনাদের এমন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জানাবো যার দুর্দান্ত ফির্চাস দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। বন্ধুরা , আমরা কথা বলছি গাড়ি নির্মাণ সংস্থা Hero এর নতুন ইলেকট্রিক স্কুটার Hero Nyx HX-এর সম্পর্কে।

Image 17, Hero Nyx Hx: 165 Km মাইলেজের ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো Hero! দেখে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস, Hero Nyx Hx: 165 Km মাইলেজের ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো Hero! দেখে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস

Hero Nyx HX এর ব্যাটারির ক্ষেত্রে Hero কোম্পানিটি কোনরকম কার্পণ্য করেনি। 1.536 kWh লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে যা একবার ফুল চার্জ দিলে 165 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা সময়ের মধ্যে নতুন এই ইলেকট্রিক স্কুটারের চার্জিং প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

Image 18, Hero Nyx Hx: 165 Km মাইলেজের ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো Hero! দেখে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস, Hero Nyx Hx: 165 Km মাইলেজের ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো Hero! দেখে নিন দাম এবং দুর্দান্ত ফির্চাস

Hero Nyx HX সর্বোচ্চ 42 কিলোমিটার গতিতে চলতে পারে। গাড়িটির বেস ভেরিয়েন্ট এক চার্জে 86 কিলোমিটার অবধি রাস্তা অতিক্রম করতে সক্ষম। গাড়িটির বেস ভ্যারিয়েন্ট এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪,৬৪০ টাকা। তবে আপনি যদি গাড়িটির সবচেয়ে সেরা ভেরিয়েন্ট মডেলটি ক্রয় করেন, সে ক্ষেত্রে আপনাকে 1,09,440 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে।

About Author