ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস! বৃহস্পতিবার আছড়ে পড়বে উপকূলে, কতটা প্রভাব পড়বে বাংলায়?

শীতের মরশুম প্রায় এসেই গেছে। তবুও তাপমাত্রা যেন কমছে না। বরং তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এই সময় এহেন আবহাওয়া (Weather) একেবারেই কাম্য নয়। তবে এই আবহাওয়ার কারন হলো একটি ঘূর্ণিঝড় (Cyclone)। যার নাম মান্দাস (Mandas)। আন্দামান (Andaman) সাগরে এই ঝড় তৈরি হয়েছেন দু একদিনের মধ্যেই এটি নিম্নচাপে পরিনত হতে চলেছে।

তবে পশ্চিমবঙ্গের উপকূলে এই ঝড় হওয়ার সম্ভাবনা কম। তামিলনাড়ু (Tamilnadu) এবং পন্ডিচেরির (Pandicheri) করাইকল অঞ্চলে এই ঝড়ের প্রভাব পড়বে। বুধবার ঝোড়ো আবহাওয়া থাকবেন বৃহস্পতিবার এই ঝড়ের মাত্রা বাড়বে। ৬০-৭০ কিলোমিটার বেগে এই ঝড় হবে বলে জানা গেছে।

কলকাতায় (Kolkata) আবহাওয়া একই রকম থাকবে বলেই জানা গেছে। অল্প ঠান্ডা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস। তবে এই ঘূর্ণিঝড় এর প্রভাব কলকাতার দিকে পড়বে না বলেই মনে করা গেছে।

এই ঘূর্ণিঝড় খুব একটা প্রভাব বিস্তার করবে কিনা সেই এখনো বলা যাচ্ছে না। এটি গতিপথ পাল্টে ফেলতে পারে। তবে বৃহস্পতিবার এই ঝড়ের সর্বাপেক্ষা বেশি প্রভাব পড়তে চলেছে। আশেপাশের অঞ্চলে এই ঝড়ের কিছুটা প্রভাব পড়বে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh), পন্ডিচেরি ইত্যাদি অঞ্চলে এই ঘূর্ণিঝড় এর প্রভাব পড়তে চলেছে।

Back to top button