গতকাল ছিল বাংলা নববর্ষ। বেশ কয়েকদিন ধরে সোনার দাম বাড়তে থাকলেও বাঙালি নববর্ষে অনেকটা হারে দাম কমেছে সোনার। গতকাল এক ধাক্কায় অনেকটা দাম কমার পর আজও সামান্য দাম কমেছে সোনার (Gold Price Today)। ফলে মুখে হাসি ক্রেতাদের। সোনার এত হারে দাম কমায় নতুন বছরে ঘরে সোনা নিয়ে আসতে পারেন ক্রেতারা।
অক্ষয় তৃতীয়া আগামী রবিবার। সাংসারিক সুখ অক্ষয় রাখতে অনেকেই এই দিনে সোনা বা রুপো কিনে থাকেন। তাদের জন্য কিছুটা হলেও সুখের খবর মিলল। ৬২ হাজারের পথে যেতে যেতে একটু থমকাল সোনার দাম। মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারাট খুচরো সোনার প্রতি ১০ গ্রামের দাম কমে হয়েছে ৬০, ৯২০ টাকা। আর ২২ ক্যারাট গয়নার সোনার ১০ গ্রাম প্রতি দাম কমে হয়েছে হয়েছে ৫৫,৮৫০ টাকা।
গত ১৪ এপ্রিল অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে ২৪ ক্যারাট ও ২২ ক্যারাট সোনার ১০ গ্রাম প্রতি দাম ছিল ৬১,৮০০ এবং ৫৬,৬৫০ টাকা। বৈশাখের শুরুতেই সোনার দাম একটু একটু করে কমতে শুরু করে।