বর্তমান সময়ে বাঙালি সিরিয়াল প্রেমীদের কাছে জনপ্রিয় একটি সিরিয়াল হলো ‘ফুলকি’ (Fulki)। এই ধারাবাহিকটি জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত হয়। সিরিয়ালটি শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি। তবে প্রথম থেকেই এর কাহিনী দর্শকমন জয় করে নিয়েছে। টিআরপির তালিকাতেও শীর্ষে জায়গা করে নিয়েছে ‘ফুলকি’। বিশেষ বিষয় হলো, এই ধারাবাহিকের হাত ধরে এক নতুন অভিনেত্রী পেয়েছেন দর্শক। আর তিনি হলেন দিব্যানি মন্ডল (Divyani Mondal)।
হ্যাঁ, ‘ফুলকি’ ধারাবাহিক ফুলকির চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী দিব্যানি মন্ডল। তবে তাঁর অভিনয় দেখে একেবারেই মনে হবে না যে তিনি এই প্রথম অভিনয় করছেন। প্রথম ধারাবাহিকের মধ্যে দিয়েই তিনি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা। প্রথম থেকেই তাঁর এই ধারাবাহিক টিআরপি শীর্ষে রয়েছে। আজ এই অভিনেত্রী সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের জানাবো। চলুন তাহলে দেরি না করে জেনে নিন।
একরাশ স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন দিব্যানি। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায়। সুদূর মুর্শিদাবাদ থেকে কলকাতার যাদবপুরে পড়তে এসেছিলেন তিনি। এখনো তাঁর কোর্স সম্পূর্ন হয়নি। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তবে হটাৎ করেই ছোট পর্দায় অভিনয়ের সুযোগ আসে তার কাছে। যদিও ছোট থেকেই অভিনয় করার স্বপ্ন ছিল তার।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, হটাৎ করে তাঁর কাছে ফুলকি চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে। অভিনেত্রী আরো জানান যে, ‘ফুলকি’ তে অভিনয়ের আগে তিনি একটি মিউজিক ভিডিওতে কাজ করেন। আর সেই কাজ দেখে পছন্দ হয়ে যায় নির্মাতাদের। তারপরই তাকে ফুলকির জন্য কাস্ট করা হয়। অভিনেত্রী খুব সহজেই যে এত বড় একটা প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ পাবেন তা তিনি ভাবতে পারেননি।