কলা দিয়েই চাষ করুন জবা ফুলের, গাছ ভরে যাবে শীঘ্রই, শিখে নিন সহজ পদ্ধতি

গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন। কেউ কেউ ভালবাসেন ফলের গাছ লাগাতে আবার কেউ কেউ ভালবাসেন ফল বা সবজির গাছ লাগাতে। আমাদের রোজকার প্রয়োজনীয় একটি ফুল হলো জবা ফুল (Hibiscus Flower)। এই ফুল খুবই প্রয়োজনীয়। অনেকের বাড়িতেই জবা গাছ থাকে, তবে অনেক ক্ষেত্রে জবা আছে ভালো ফুল ধরে না। এমন এক পদ্ধতি রয়েছে যার সাহায্যে যদি আপনি গাছ লাগান তবে আপনার গাছ ফুলে ভরে থাকবে।

এর জন্য প্রথমে বড় জবা পাতা নিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে বালি দিয়ে দিতে হবে। এই বালিটি ভিজে থাকতে হবে। এরপরে একটি কলার মধ্যে জবা পাতার বোটা গুলি রেখে সেটি বালির মধ্যে পুঁতে দিতে হবে। এরপরে এর মধ্যে জল দিতে হবে। একমাস পর দেখবেন প্রত্যেকটি পাতার গোড়া থেকে শিকড় বেরিয়েছে। এরপর শিকড় গুলো খুব সাবধানে তুলে নিতে হবে।

শিকড়গুলো এরপর মাটিতে পুঁতে দিতে হবে। তারপর সেই গাছটির ভালো করে পরিচর্যা করতে হবে। ভালো করে রোদ ও জল পেলে ওখান থেকে জবা গাছ বেরোবে এবং গাছে ফুল ধরবে। এই পদ্ধতি অবলম্বন করে জবা গাছ লাগালে আপনার গাছ ফুলে ভরে থাকবে।