নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

ক্লাসের মধ্যে ম্যাডামের সঙ্গে উদ্দাম নাচ ছাত্রের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

শিক্ষকতা (Teaching) শুধু একটি পেশা নয়, এটির সাথে মিশে রয়েছে দায়িত্ববোধ, কর্তব্যবোধ। কথায় আছে “ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।” তাই সমস্ত শিশুকে ছোট বয়স থেকে শুরু করে যতোদিন তারা পড়াশোনার সাথে যুক্ত থাকেন, ততোদিন অব্দি তাদের সঠিক শিক্ষা দেওয়া উচিত। শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ পড়াশোনাই নয়, সিলেবাসের বাইরেও যে নৈতিক শিক্ষাগুলো আমাদের বড়ো করে তোলে সেগুলিও প্রয়োজন। শিক্ষকরা সেই শিক্ষা গুলো দিয়েও থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষকরা কখনো হন বন্ধু আবার কখনো হন গাইড। ছাত্র-ছাত্রীদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন তারা। আবার স্কুল, কলেজে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষকরা সেই অনুষ্ঠানে যোগদান করেন আবার শিক্ষকরা সব সময় চেষ্টা করেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ছেলে-মেয়ে নাচ (Dance) করছে। আশেপাশে বসে রয়েছে প্রচুর ছাত্র-ছাত্রী। জনপ্রিয় একটি বাংলাদেশী গানের সাথে তারা দুজন নাচ করছে। ‘বৈশাখের বিকেল বেলা’ গানে নাচ করছেন দুজন। আন্দাজ করা হচ্ছে যে, ওই মহিলাটি আসলে শিক্ষিকা। শিক্ষিকার সাথেই ছাত্র নাচ করছে। কেউ বলেছেন দুজনেই পড়ুয়া। সঠিকভাবে কারুরই জানা নেই।

তবে ভিডিওটি খুব ভাইরাল হয়েছে। ‘শাহ রিফ এট’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি সম্প্রতি পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ২.৬ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। এই নৃত্য পরিবেশন বেশ উপভোগ করেছেন নেটিজনরা। আবার নেটিজনরা নানা রকমের কমেন্টও করেছেন।

About Author