বাংলা ধারাবাহিক গুলি দর্শকদের খুবই প্রিয়। সন্ধ্যা হলেই আমাদের মা কাকিমারা এই ধারাবাহিক গুলি দেখতে বসে যান। তেমনি একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই (Mithai)। জি বাংলায় (Zee Bangla) এই ধারাবাহিকটি সম্প্রচারিত (Telecast) হয়। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ।
সম্প্রতি এই ধারাবাহিককে দেখা গেছে যে মিঠাইয়ের কোন আলো করে এসেছে একটি পুত্র সন্তান। এবারে তার অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনে তার ছেলের নাম দেওয়া হবে সাক্য। দেখা গেছে যে মিঠাই ও সিড দুজনে মিলে সন্তানকে সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে।
সৌমিতৃষা কুন্ডু মাঝেমধ্যে বিভিন্ন ধরনের রিল ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না। এবারে সৌমিতৃষা মানে দর্শকদের প্রিয় মিঠাইকে দেখা গেল তার অনস্ক্রিন ছেলের সঙ্গে রিল করতে। তাদের দুজনকেই দেখা গেল অন্নপ্রাশনের সাজে। সৌমিতৃষা কুন্ডু সে বাচ্চাটিকে কোলে নিয়ে রিল ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে বাচ্চাটা ধুতি পাঞ্জাবি পড়ে রয়েছে।
ভিডিওটির ভীষণ প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন যে মিঠাইয়ের গোপাল একেবারে মিঠাইয়ের মতন। আবার কেউ কেউ লিখেছেন ভিডিওটি ভীষণ মিষ্টি। সব মিলিয়ে ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে ।ভিডিওটি খুবই পছন্দ করেছেন নেটিজেনরা।