বর্তমানে সেলিব্রিটিদের খবর পাওয়া এখন আর কোনো ব্যাপারই নয় ।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলিব্রিটিদের সমস্ত খবর এখন অনুরাগীদের কাছে চলে আসে। সেলিব্রিটিরা অসুস্থ হলেও সেই খবর পেয়ে যান অনুগামীরা। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) একজন বিশিষ্ট অভিনেতা। শুধু টলিউডের নয় বলিউডেও অনেক সিনেমা করেছেন তিনি।
টলিউড এবং বলিউড উভয় জায়গার ও বিশিষ্ট অভিনেতা হলেন তিনি। একসময় দর্শককে প্রচুর ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখনই অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে দেব (Dev) ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি প্রজাপতি। সেই ছবি নিয়েই এখন ব্যস্ত তারা।
এবারে একটি সাক্ষাৎকারে ফাঁস হলো মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত জীবনের কথা। জানা যায় দেব বর্তমানে বিয়ে করতে ভয় পাচ্ছেন। যেহেতু দেব এখন একজন স্টার তাই তিনি ভাবছেন বিয়ের পরে যদি তার স্টারডম নষ্ট হয়ে যায়। তাই মিঠুন তাকে বলেন বিয়ে করতে কারন মিঠুনও বিয়ের পরেই স্টার হয়েছেন।
এর উত্তরে দেব বলেছেন সবাই তো আর যোগীতা বালি পায় না। তখন মিঠুন বলেন যে দেব এর মৃত্যু অবশ্যম্ভাবী। তখন দেব বলেন যে তাকেও নাস স্ট্যান্ডে দাঁড়াতে হবে। প্রথমে এর মানেই বুঝতে পারেন না দর্শকরা। তখন জানা যায় মিঠুন এর স্ত্রী যোগীতা বালি নাকি তিনবার মিঠুন কে লাঠি মেরে বাড়ি ঠিক বের করে দিয়েছিলেন। তারপর মিঠুন কোথাও যাওয়ার জায়গা না পেয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান। যদিও তার কিছুক্ষন এর মধ্যেই তার স্ত্রী তাকে ঘরে ফিরিয়ে আনেন।