টলিউড গসিপ ডেস্ক: আরো এক সপ্তাহ পর আজ জি বাংলার টিআরপি রেটিং(TRP) তালিকা প্রকাশিত করা হলো। স্টার জলসা থেকে শুরু করেছি জি বাংলা বেঙ্গল টপার কে জানার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন কলা কৌশলী থেকে ভক্তরা সকলেই। গত কয়েক সপ্তাহে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রী এবং ফুলকির সঙ্গে বেশ জোর টক্কর চলছিল।
তবে এবার সকলকে পিছনে ফেলে দিয়ে সেরা সেরা হয়েছে অনুরাগের ছোঁয়া। এই সপ্তাহে ৮.৯.পেয়ে টিআরপি (TRP) টপার হয়েছে অনুরাগের ছোঁয়া। তারপরেই ৮.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি ৭.৮ পয়েন্ট পেয়ে। চতুর্থ স্থানে রয়েছে নীল ফুলের মধু। পঞ্চম স্থান অধিকার রাঙ্গা বউ সিরিয়ালটি।
সম্পূর্ণ তালিকাটি একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
অনুরাগের ছোঁয়া – ৮.৯ প্রথম
জগদ্ধাত্রী – ৮.৪ দ্বিতীয়
ফুলকি – ৭.৮ তৃতীয়
নিম ফুলের মধু – ৭.৭
রাঙা বউ – ৬.৮
সন্ধ্যাতারা – ৬.৭
কার কাছে কই মনের কথা – ৬.৬
খেলনা বাড়ি – ৬.৫
Love বিয়ে আজকাল – ৬.৪
হরগৌরী পাইস হোটেল – ৬.৩
প্রসঙ্গত, আরো একবার অপরাজিতা আঢ্য ফিরে আসতে চলেছেন স্টার জলসায় ধারাবাহিকের হাত ধরে। জল থৈ থৈ ধারাবাহিক আরো একবার অসাধারণ অভিনয় দেখতে পাবো অপরাজিতার। এই ধারাবাহিকটি এক্কাদোক্কা ধারাবাহিকের জায়গা দখল করে নিতে চলেছে।
অন্যদিকে জি বাংলায় রাত ন’টা থেকে আমরা দেখতে পাবো মিলি নামক একটি নতুন ধারাবাহিক যেটি খেলনা বাড়ির পরিবর্তে দেখানো হবে।