‘ঠাণ্ডা লাগে না?’, একদম খোলামেলা পোশাকে পাহাড়ি এলাকায় রিল বানাতে গিয়ে নেটবাসীদের প্রশ্নের মুখে শ্রাবন্তী ও কৌশানী

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) বর্তমানে জনপ্রিয় তারকা। যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলতে থাকে বিভিন্ন সময়ে। তবুও তাঁর জনপ্রিয়তাতে ছেদ পরেনি বেশকিছু দিন তাঁকে বানিজ্যিক ছবিতে কম দেখা গেলেও এখন তিনি ভীষণ ব্যস্ত নিজের কাজ নিয়ে। তেমনই সাম্প্রতিককালে অন্যতম সুন্দরী নায়িকা কৌশানী মুখোপাধ্যায়(Kaushani Mukherjee)। কৌশানীর অভিনয় জীবনের ব্যপ্তি শ্রাবন্তীর থেকে কম হলেও , কৌশানীও সমানভাবে জনপ্রিয়। এই দুই তারকাকে এবারে একসাথে এক ফ্রেমে রিলস বানাতে দেখা গেল।

View this post on Instagram

A post shared by Koushani (@myself_koushani)

View this post on Instagram

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

সম্প্রতি শ্রাবন্তী এবং কৌশানীকে পাহাড়ী পরিবেশে একসাথে নাচ করতে দেখা গেছে। দুজনে ‘জওয়ানি আফাত’- গানের সঙ্গে খুব সুন্দর নাচ করেছেন। ভিডিওটিতে শ্রাবন্তীকে লং ড্রেস পরে দেখা গেছে, যেখানে ক্রপ টপ এবং শর্টস পরেছিলেন কৌশানি। আসলে দুজনেই এখন উত্তরবঙ্গে রয়েছেন। সেখানে ‘হাঙ্গামা ডট কম’-র শ্যুটিংয়ে ব্যস্ত বহু এই দুই নায়িকা। তবে এই ভিডিও ছাড়াও শ্রাবন্তী ইনস্টাগ্রামে (Instagram) বেশকিছু ছবি পোস্ট করেছেন। কিছু ছবিতেতে তাঁকে হাইনেক স্কিনফিট টি-শার্টের, জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা গেছে। সাথে তাঁর চোখে ছিল বড় রোদচশমা এবং হালকা মেকআপ।

View this post on Instagram

A post shared by Koushani (@myself_koushani)

প্রসঙ্গতঃ বর্তমানে ‘হাঙ্গামা ডট কম’-র শ্যুটিং চলছে উত্তরবঙ্গে।ছবিটির পরিচালক, গল্পকার ও চিত্রনাট্যকার ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ওম (Om) এবং শ্রাবন্তী একটি জুটি। অন্য জুটি কৌশানি আর বনি (Bonny Sengupta)। এই ছবিতে এই জুটি দ্বয় ছাড়াও ছাড়াও বিশ্বনাথ বসু (Bishwanath Basu), রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায়কে (Kharaj Mukherjee) দেখা যাবে।

Back to top button