সেই মুখ, সেই হাসি, সেই চোখের চাহুনি! অবিকল শ্রীদেবীর মত দেখতে এই মহিলাকে দেখে আপনিও ‘থ’ হয়ে যাবেন!

নব্বইয়ের দশকে হিন্দি ফিল্ম জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীদেবী (sridevi)। তিনি এতোটাই জনপ্রিয় হয়েছিলেন যে তখনকার সময়ে শ্রীদেবীর স্টাইল ফলো করা হতো। বিভিন্ন সিনেমাতে দেখানো তাঁর চুলের খোঁপা, সানগ্লাস, শাড়ি পরার ধরণ সবাই রপ্ত করতে চাইতেন। শ্রীদেবীর রূপের চর্চা চলতো সর্বত্র। শ্রীদেবীর সিনেমা মানেই সুপার হিট।

এবারে শ্রীদেবীর মতো এক মহিলার সাক্ষাৎ পাওয়া গেল। ভালো করে না দেখলে বোঝার উপায় নেই তিনি আসলে শ্রীদেবী কিনা। সেই মহিলা এখন ভাইরাল স্যোশাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ভিডিওতে ঠিক শ্রীদেবীর মতো দেখতে একজন মহিলাকে দেখা গেছে।

View this post on Instagram

A post shared by Dipali Choudhary (@dipali.choudhary.501)

আসলে এই মহিলার নাম দীপালি চৌধুরী। তিনি একজন ইউটিউব ব্লগার। তাঁর সাজগোজ, চুলের ধরন একেবারে শ্রীদেবীর মতো। তাঁকে দেখা গেছে তিনি কখনো শ্রীদেবীর ফিল্মের সংলাপ বলছেন, আবার কখনও শ্রীদেবীর গানের সাথে অঙ্গভঙ্গি করছেন। বর্তমানে তিনি এই কারণেই ভাইরাল হয়েছেন স্যোশাল মিডিয়ায়।

Back to top button