নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যে স্থায়ী ফুড সেফটি অফিসার চাকরি নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

Published on:

বর্তমানে চাকরির বাজার খুবই খারাপ। অনেক পরীক্ষার্থীরা চাকরি জন্য বসে রয়েছে। এমন সময় একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো ওয়েস্টবেঙ্গল খাদ্য দপ্তর থেকে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। ফুড সেফটি অফিসার নিয়োগ (Food Safety Officer) করা হবে বলে জানা গেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে এই পদে আবেদন করতে হবে। এই পথে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হলো ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৬ বছর হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়রা বয়সের ক্ষেত্রে ও আবেদন ফি এর ক্ষেত্রে ছাড় পাবেন। জেনারেলদের (General) ক্ষেত্রে আবেদন ফি ২১০ টাকা।

কোন লিখিত পরীক্ষা ছাড়াই এই চাকরির জন্য আপনি আবেদন করতে পারবেন। একাডেমিক স্কোর (Academic Score)এবং ইন্টারভিউ (interview) এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। একাডেমিক স্কোরে থাকবে ৮৫ নম্বর এবং ইন্টারভিউতে থাকবে ১৫ নম্বর। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন এপ্লিকেশন পোর্টালে ক্লিক করে আবেদন করতে হবে।

এই পদের জন্য বেতন হিসেবে ধার্য করা হয়েছে ৪১ হাজার ৬০০ টাকা। এই চাকরিতে আবেদন করার জন্য ফুড টেকনোলজি/ডেইরি টেকনোলজি/বায়োটেকনোলজি/তেল টেকনোলজি/এগ্রিকালচারাল সায়েন্স/ভেটেরিনারি সায়েন্স/বায়ো-কেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর/ মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।

About Author