কিছুদিন আগেই শুভকাজ সারলেন অভিনেত্রী সুদীপ্তা। সোস্যাল মিডিয়ায় তাঁর বিয়ের ছবি সকলেই দেখেছি তৃণমূল যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে ১লা মে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সোস্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি ভাইরাল। ইনস্টাগ্রাম বা ফেসবুক সব জায়গায় তাঁদের বিয়ের ছবি পোস্ট করছেন। সুদীপ্তার অনুগামীরা বেশ উৎসাহী তাদের এই ছবি নিয়ে। সম্প্রতি দেখা যায় অভিনেত্রী সুদীপ্তা তার প্রোফাইলে তিনি তার একটি এলোমেলো চুলে মাথা ভর্তি সিঁদুর গোলাপি শাড়িতে বিছানায় শুয়ে একটি সেল্ফি আপলোড করেন। বিয়ের পর তার নতুন জীবন নিয়ে তিনি বেশ খুশি।
ছবিটি তার অনুগামীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বিয়ের পর তার বাড়িতে সুবচনী সত্যনারায়ণ পুজোর পর তিনি এই সেল্ফি তুলেছেন। অভিনেত্রী সুদীপ্তা তার বিয়ের পর পদবী পরিবর্তন করে বক্সী জুড়েছেন। সম্প্রতি তাঁর বিয়ের পর তিনি তার ইনস্টাগ্রামে সমস্ত অনুগামীদের এবং মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানালেন তার পাশে তার নতুন জীবনের জন্য এতো শুভ কামনা জানানোর জন্য এতো ভালোবাসা দেওয়ার জন্য।