Aindrila Sharma: কেমন আছেন অভিনেত্রী? ঐন্দ্রিলার ফিরে আসার প্রার্থনা অনুরাগীদের

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে কী খবর ? শহর জুড়ে শুধু একটাই প্রার্থনা, জিতে যাক ঐন্দ্রিলা। ইচ্ছাশক্তির যে জয় হয়, আগেও দেখেছে সারা দেশ। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে ফের রাখা হয়েছে ভেন্টিলেশনে।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে কোনও উন্নতি বা অবনতি হয়নি। গতকালের পর আজও ঐন্দ্রিলার ভেন্টিলেটর নির্ভরতা একইরকম রয়েছে। মস্তিষ্কে নতুন করে রক্ত জমাট বাঁধা ও সংক্রমণ ঠেকাতে ওষুধ চলছে। চিকিৎসকরা সতর্ক রয়েছেন। গতকাল সকালে অভিনেত্রীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিত্‍সকরা পরিস্থিতি সামাল দেন।

গতরাতে খবর ছড়িয়েছিল অভিনেত্রীর মৃত্যুর। কিন্তু ভুল বুঝতে পেরেই যারা সেই খবর শেয়ার করেছিলেন তা তড়িঘড়ি ডিলিট করেন। এদিকে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এখনো গভীর সংকটে রয়েছে ঐন্দ্রিলা। অভিনেত্রীকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

এদিকে, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর রটে যাওয়ায় নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা দেখেছিলাম, মারা যাবার দু’দিন আগেই ফেসবুক মেরে ফেলেছিল। ওরা মরে না। আসলে আমরাই মরে গেছি অনেকদিন আগে।’

ঐন্দ্রিলার সুস্থতা কামনায় প্রার্থনা করছে গোটা টলিউড। তার বন্ধু সব্যসাচী চৌধুরী নিজে লিখেছেন, সবাই অসুস্থতার জন্য প্রার্থনা করুন, মিরাকেলের জন্য প্রার্থনা করুন। শুধু টলিউড ইন্ডাস্ট্রি নয়। তার অনুগামী থেকে শুরু করে সকলেই চাইছেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসুক ঐন্দ্রিলা।