সোশ্যাল মিডিয়া (Social Media) বিনোদনের (Entertainment) অন্যতম মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয় মা ও সন্তানের সমীকরণ একেবারে অন্যরকম হয়। মায়েরা তাদের সন্তানদের জন্য প্রাণপাত করে পরিশ্রম করেন এবং সন্তানকে সাফল্যের শীর্ষে নিয়ে যান। কিন্তু কজন সন্তান তা মনে রাখে? বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সন্তানরা মা বাবা সমস্ত অবদান ভুলে যায়। কিন্তু এসবের মাঝেও এমন কিছু সন্তান রয়েছে যারা কখনোই মা বাবার পরিশ্রম ভোলেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মা ও ছেলের একটি সুন্দর মুহূর্ত প্রকাশিত হয়েছে সেই ভাইরাল ( Viral) হওয়া ভিডিওটিতে দেখা গেছে ছেলের হাতে রয়েছে একটি সোনার চেইন (Gold Chain) । মা মেঝেতে বসে ভাত বাড়ছেন। পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটি এবং এরপরে সে তার মায়ের গলায় সেটি পরিয়ে দেন। সোনার চেন দেখে মা একেবারেই চমকে যান। তার চোখ ছল ছল করে উঠেছে আনন্দে ও আবেগে।
छोटा सा गिफ्ट मम्मी के लिए 👩❤️💋👨🎁💐 pic.twitter.com/WPUc7fTvRj
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) November 14, 2022
ভিডিও টি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। সকলেই বলেছেন যে এরকম ছেলে ঘরে ঘরে থাকুক। ভিডিওটি মাত্র ৪০ সেকেন্ডের। কিন্তু ৪০ সেকেন্ডের এই ভিডিওটি সকল দর্শকের মন করে নিয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে ‘মায়ের জন্য ছোট্ট উপহার’। সব মিলিয়ে ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। প্রচুর লাইক কমেন্ট শেয়ার পড়েছে ভিডিওটিতে।