‘অনেকদিন তো হল, এবার ফিরে আয়’, ঐন্দ্রিলার জন্য আবেগঘন বার্তা দিদি ঐশ্বর্যর, চোখে জল ভক্তদের

বর্তমানে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) আর নেই। গত রবিবার জীবন যুদ্ধে পরাজিত হয়েছেন তিনি। সকলের আশা ভরসা ভেঙ্গে দিয়ে তিনি প্রয়াত হয়েছেন এই অভিনেত্রী। ব্রেন স্ট্রোকে (Brain Stroke) আক্রান্ত হয়ে গত পয়লা নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী। এরপর একের পর এক জটিলতা ক্রমশ বেড়েছে কখনো আশার আলো দেখেছেন চিকিৎসকরা , আবার কখনো হাল ছেড়ে দিয়েছেন। অবশেষে আর লড়াই করতে না পেরে গত রবিবার দেশে না ফেরার দেশে পাড়ি দেন ঐন্দ্রিলা শর্মা।

তার এই মৃত্যুকে এখনো যেন মেনে নিতে পারছেন না তার অনুগামীরা। তার প্রেমিক সব্যসাচী চৌধুরীও (Sabyasachi Chowdhury) নিজের ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন। তার মৃত্যুকে ঘিরে শোক নেমে এসেছে গোটা টলি পাড়ায়। তার দিদি ঐশ্বর্য শর্মাও (Aishwarya Sharma) ভীষণ ভেঙ্গে পড়েছেন। ভেঙে পড়েছেন তার গোটা পরিবার এবারে বোনের উদ্দেশ্যে নিজের বার্তা সোশ্যাল মিডিয়ায় লিখে পোস্ট করলেন দিদি ঐশ্বর্য শর্মা।

তার পোস্টে তিনি তার বোনকে ফিরে আসতে বলেছেন। তিনি বলেছেন যে আর কে তাকে সাজিয়ে দেবে, কে ছবি তুলে দেবে? কে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মনের সমস্ত ইচ্ছে পূরণ করবে। এছাড়াও তিনি বলেছেন যে তাদের অনেক প্ল্যান্স বাকি রয়েছে। ঐন্দ্রিলা শর্মা ছাড়া তার দিদির আর কোন বেস্ট ফ্রেন্ড নেই। তিনিই ছিলেন তার দিদির জীবনী শক্তি। তিনি এও জানিয়েছেন যে ঐন্দ্রিলা শর্মা ছাড়া তিনি ভীষণ অসহায়। বলেছেন যে তিনি অপেক্ষায় থাকবেন। ঐশ্বর্য শর্মার এই লেখাটি চোখে জল এনে দিয়েছে প্রত্যেকের। অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন এই পোষ্টের কমেন্ট বক্সে। কতটা কষ্ট পেলে যে একজন এরকম লিখতে পারে, সেটি বোঝাই যাচ্ছে। ঐন্দ্রিলা শর্মার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন প্রত্যেকে।

Back to top button