মা বলেই সম্ভব, ছেলে কোলে নিয়েই শোয়ের মঞ্চে উঠলেন শ্রেয়া ঘোষাল, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

ভারতের প্রথম শ্রেণির গায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাঙ্গালীদের গর্ব হলেন তিনি। রিয়ালিটি শো এর মাধ্যমে নিজের যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর একের পর এক সিনেমায় গান , বিভিন্ন রকমের পুরস্কার প্রাপ্তি এভাবেই চলছে তার জীবন। তার গানের গলা মুগ্ধ করে সকল শ্রোতাদের।

তবে এর বাইরে ব্যক্তিগত জীবনে গত এক বছর আগে মা হয়েছেন তিনি। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তার ছেলের নাম দেবযান। সোশ্যাল মিডিয়াতে তিনি মাঝেমধ্যেই তার ছেলে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন ।বিভিন্ন কনসার্টে (Concert) তিনি নিজের ছেলে কেও নিয়ে যান। তার এই কার্যকলাপ সকলের থেকে অনেকটাই আলাদা করে দিয়েছে তাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে ।জানা যায় কিছুদিন আগে ওকল্যান্ডে একটি কনসার্টে গিয়েছিলেন তিনি।সেখানে তার সঙ্গে তার ছেলে দেবযানও ছিল। ভিডিওতে দেখা গেছে ছেলেকে কোলে নিয়েই শ্রেয়া ঘোষাল টিমের অন্যান্যদের সঙ্গে গানের রিহার্সেল করছেন। দেবযান ও চুপ করে মায়ের কোলে গান শুনছে।

View this post on Instagram

A post shared by ♥️SG LOVER♥️ (@crazy_fan_of_sg)

এই ভিডিওটি অবাক করেছে সকলকে। এত ছোট একটি বাচ্চা এত শান্তভাবে গান শুনছে এটিও যেমন অবাক করার বিষয়, সেরকমই শ্রেয়া ঘোষাল একজন এত বড় গায়িকা হওয়া সত্ত্বেও ছেলেকে কোলে নিয়েই গান করছেন। অর্থাৎ তিনি তার ছেলেকে সামলে নিজের কাজও সামলাচ্ছেন। মা বলেই হয়তো এটা সম্ভব। আবার এর থেকে এটাও বোঝা যায় যে তিনি তার ছেলেকে গানের মধ্যেই বড় করে তুলছেন। সব মিলিয়ে ভিডিওটি ভীষণ ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেছেন।

Back to top button