Anurager Chowa: দীপার জীবনে শূন্যস্থান পূরণ করছে অর্জুন।নতুন প্রমো (Promo) দেখে দর্শকদের মনে উত্তেজনা বাড়ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) সিরিয়ালকে ঘিরে। সম্প্রতি সিরিয়ালে দীপা এবং সূর্যের ডিভোর্স হয়ে গিয়েছে। দুজনেই দুজনের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে সূর্য ব্যস্ত হয়ে পড়েছে তাঁর সন্তান ও মিশকাকে নিয়ে। নানান পরিস্থিতিতে আজ সে জর্জরিত।
অপরদিকে সূর্যের ব্যবহারে দীপা যতটা আঘাত পেয়েছিল আজ সেই আঘাত ধীরে ধীরে সে কাটিয়ে উঠছে। সম্পর্কে দূরত্ব বাড়ছে এবং দীপার জীবনে উঁকি দিয়েছে তাঁর বহু পুরাতন বন্ধু অর্জুন। তাঁর সাথে হাসিখুশি মজাতে দীপা নিজের দুঃখগুলোকে কিছুটা হলেও ভুলতে পারছে। তবে দর্শকদের দীপা অর্জুনের জুটি এখন ভীষণ পছন্দের। সোনা রুপার জন্মদিনেও দেখা গিয়েছে অর্জুনকে। স্কুলের রিইউনিয়নে গিয়ে অর্জুন ও দীপাকে আবার সেরা ছাত্র ছাত্রীর পুরস্কারে পুরস্কৃত করেন স্কুল কর্তৃপক্ষ (Anurager Chowa)।
মায়ের সাথে স্কুল রিইউনিয়নে গিয়ে বেশ আনন্দই পায় সোনা রুপা। এমনকি সেখানে তাঁদের জন্মদিনও পালন করা হয়, যেটা তাদের জন্য এক বিশেষ সারপ্রাইজও বটে। তবে দীপার মনে প্রশ্ন জাগতে থাকে কিভাবে অর্জুন জানতে পারলো সোনার রূপার জন্মদিন সম্পর্কে। সে প্রশ্নের উত্তর আমরা আগামী দিনে নিশ্চয়ই পাবো। সূর্য স্কুলের রিইউনিয়নে পৌঁছতে পারেনি।মাঝ রাস্তায় তাঁর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। বহু কষ্টে সারিয়ে সে পৌঁছলেও ভিতরে যায়নি।বাইরেই অপেক্ষা করছিল সোনা রুপা ও দীপার জন্য কিন্তু ভিতরে মহা ধুমধামে পালন হলো সোনা রুপার জন্মদিন (Anurager Chowa)।
এ সমস্ত আয়োজন দেখে উর্মি ভীষণ খুশি হয়। বহু পুরনো স্মৃতি তাঁর মনে পড়ে যাচ্ছিল। তাঁর চোখে মুখে আপসোসের ছাপও নজরে পড়ার মতো। বহু বছর আগে অর্জুনের দীপাকে দেওয়া সেই চিঠি যদি উর্মি দীপাকে দিয়ে দিত তাহলে আজ দীপার জীবনটা হয়তো এমন ছারখার হয়ে যেত না এমনই ভাবতে থাকে উর্মি। উর্মি মনে মনে স্বীকার করে, মানুষের মুখে হাসি কিভাবে ফোটাতে হয় তা একমাত্র অর্জুনকে দেখেই শিখতে হবে। তাহলে কি আগামী দিনে আমরা দীপা ও অর্জুনের মিলন দেখতে চলেছি এরম নানা প্রশ্নের উত্তর ঘুরপাক খাচ্ছে দর্শকের মনে।
আরও পড়ুন: Icche Putul: গল্পে নয়া টুইস্ট! নীলকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলো ময়ূরী