মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে (Shukla Paksha of Magha month) মর্ত্যলোকে পূজিতা হন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস কন্যা সরস্বতী (Godess Saraswati )। যিনি আবার দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার প্রিয় কন্যাও বটে।
বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্প-সাহিত্য-সঙ্গীত-কলা বিভাগের দায়িত্ব যিনি একা হাতে সামলাচ্ছেন তাঁর নাম দেবী সরস্বতী (Saraswati Puja 2022)। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।
সরস্বতী পুজোর সময় শীত বিদায় নিয়ে বসন্তের সূচনা হয়। চারদিক যেন নবরূপে সেজে ওঠে। হিন্দুদের বিশ্বাস,যখন মর্ত্যে সরস্বতী পদার্পন করেছিলেন, তখন ব্রহ্মাণ্ডে লাল, হলুদ এবং নীল আভা বিকশিত হয়েছিল । তার মধ্য়ে হলুদের ভাগ ছিল সবচেয়ে বেশি ।
সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন বাগদেবীর কাছে।
তবে এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা ভুল করেও করা উচিত নয়। এই বিশেষ দিনে ছোট বাচ্চাদের পুজো করা ছাড়াও কোনও নতুন কাজ শুরু করা, বাচ্চাদের মুণ্ডন, অন্নপ্রাশন সংস্কার, গৃহপ্রবেশ, হাতে খড়ি দেওয়া ইত্যাদির বিশেষ যোগ রয়েছে। বসন্ত পঞ্চমীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
তাই বিদ্য়ার সঙ্গে সারা বছর আটকে থাকতে বসন্ত পঞ্চমীতে এই কাজগুলো করবেন না জেনে নিন। সরস্বতী পুজোর দিন হলুদ রঙের পোশাক পরার প্রথা চালু রয়েছে বহুদিন ধরেই। বসন্ত পঞ্চমীর সঙ্গে হলুদ রঙ যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে। আসলে হলুদ রঙ হল সমৃদ্ধি, আলো ও ইতিবাচক শক্তির প্রতীক। আর সরস্বতী পুজোর সময় শীত বিদায় নিয়ে বসন্তের সূচনা হয়।
চারদিক যেন নবরূপে সেজে ওঠে। হিন্দুদের বিশ্বাস,যখন মর্ত্যে সরস্বতী পদার্পন করেছিলেন, তখন ব্রহ্মাণ্ডে লাল, হলুদ এবং নীল আভা বিকশিত হয়েছিল । তার মধ্য়ে হলুদের ভাগ ছিল সবচেয়ে বেশি।
শাস্ত্রে বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের পোশাক পরা শুভ। এছাড়া এই দিনে ভুল করেও কালো বা লাল রঙের পোশাক পরা উচিত নয়।
বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে কখনই খাবার খাওয়া উচিত নয়, এটি করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে সবাইকে স্নান করতেই হবে।
বসন্ত ঋতুও বসন্ত পঞ্চমীর দিন থেকে শুরু হয়। এ অবস্থায় গাছ-গাছালিতে নতুন কুঁড়ি গজাতে শুরু করে। এমন পরিস্থিতিতে এই বিশেষ দিনে গাছ-গাছালি কাটা উচিত নয়।
বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে কেউ মাংস-মন্দির ভক্ষণ করবেন না। বসন্ত পঞ্চমীর দিন জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করা হয়, তাই এই দিন কোনো খারাপ কাজ করা উচিত নয়।