নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট

Published on:

গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন। কেউ কেউ ভালোবাসেন ফুলের গাছ লাগাতে আবার কেউ কেউ ভালোবাসেন ফল বা সবজির গাছ লাগাতে। আবার অনেকেই বাড়ি সাজানোর জন্য বিভিন্ন রকমের গাছ লাগাতে ভালোবাসেন। গাছ লাগানো পরিবেশের জন্যও খুবই ভালো। তবে এমন কিছু গাছ রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী সেগুলি একেবারেই বাড়িতে লাগানো উচিত নয়। দেখে নেওয়া যাক সেগুলি কী গাছ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Image 247, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট

খেজুর: খেজুর আমাদের একটি অতি পরিচিত গাছ। খেজুর অত্যন্ত সুস্বাদু একটি ফল। তবে খেজুর গাছ বাড়িতে রাখা একেবারেই উচিত নয়। এটি বাড়ির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।

Image 248, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট

ফণীমনসা: বাড়িতে ফণীমনসা জাতীয় কাটা গাছ লাগানো উচিত নয়। বাড়ির আশেপাশেও যাতে এইসব গাছ না থাকে সেদিকে খেয়াল রাখা উচিত। এগুলি আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে।

Image 251, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট

বনসাই গাছ: বনসাই গাছ অনেকেই বাড়ি সাজানোর জন্য ব্যবহার করেন। তবে একেবারেই বাড়িতে বনসাই গাছ লাগানো উচিত নয়। এটি অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে। তাই কখনোই বাড়িতে বনসাই গাছ লাগাবেন না।

Image 250, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট, ভুল করেও বাড়িতে এই ৪টি গাছ লাগাবেন না, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট

বট বা অশ্বথ গাছ: বাড়িতে কখনো বট বা অশ্বথ গাছ লাগানো উচিত নয়। এটি জীবনে সংকট আনতে পারে। মন্দিরের জন্য এই গাছ গুলি উপযুক্ত। তবে বাড়ির জন্য নয়

About Author