একসময় বাংলা ধারাবাহিক গুলি খুবই জনপ্রিয় ছিল। বিশেষত নব্বই এর দশকে মানুষের হাতে যখন স্মার্টফোন ছিলনা তখন টেলিভিশন ই ছিল বিনোদনের একমাত্র ক্ষেত্র এবং তখনকার ধারাবাহিকগুলো ছিল অন্যরকম। বিভিন্ন রকমের ধারাবাহিক তখন হত যেগুলো এখনও দর্শকরা ভুলতে পারেননি।
এরপর আস্তে আস্তে দর্শকদের কাছে এলো স্মার্টফোন। করোনার প্রভাবে ঘরে বসেই সমস্ত কিছু আরো সহজলভ্য হয়ে গেল। এর ফলে বাংলা ধারাবাহিক গুলির চাহিদাও কিছুটা কমতে থাকল। তাছাড়া বর্তমানে ধারাবাহিকের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। প্রচুর চ্যানেলের সংখ্যাও বেড়ে গেছে। যার ফলে ধারাবাহিকের পরিমাণ প্রচুর বেড়ে গেছে।
এছাড়াও এখন ধারাবাহিকগুলোতে বেশিরভাগই পরকীয়া ,অন্যের সংসার ধ্বংস করা ইত্যাদি দেখানো হয়। যেগুলো দর্শকরা খুব একটা পছন্দ করেন না। ফলে দর্শকরা ভিন্ন ধরনের ধারাবাহিকগুলো দেখতে বেশি পছন্দ করেন।এছাড়াও এখন সবার হাতে চলে এসেছে স্মার্ট ফোন।
স্মার্টফোনের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কন্টেন্ট মানুষ দেখতে পারে। তাই জন্য ধারাবাহিকে চাহিদা অনেকটা কমে গিয়েছে। ফলে এখন অনেক বাড়িতে টেলিভিশন দেখতেই পাওয়া যায় না। কারণ স্মার্টফোনে এখন যেমন ধারাবাহিক গুলি দেখা যায় সেরকম বিভিন্ন সিনেমা ,ওয়েব সিরিজ ইত্যাদিও দেখা যায়। তাই আগের তুলনায় বর্তমানে দর্শকদের ধারাবাহিক দেখা অনেকটাই বন্ধ হয়ে গেছে। এছাড়া ধারাবাহিকের কনটেন্ট অনেকেই পছন্দ করছেন না।