নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

সাংসারিক অশান্তিতে জেরবার! হাতে তুলে নিন লবঙ্গ তেজপাতার বাস্তু টোটকা, ফিরবে সুখ শান্তি

Published on:

সকলেই চায় নিজেদের জীবনকে সুন্দর করতে ।তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা বিপত্তি লেগেই থাকে। এই বাধাকে দূর করার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করেন ।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সকল চেষ্টা ব্যর্থ হয় ত।বে বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব সাধারণ কিছু জিনিস রয়েছে যেগুলি আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে জীবনকে সুন্দর করে তুলতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় দুটি জিনিস তেজপাতা ও লবঙ্গ দিয়ে আমরা চাইলে আমাদের জীবনের সমস্ত বাধা দূর করতে পারি। এক্ষেত্রে রোজদিন যদি আমরা এক মুঠো তেজপাতা ও নিমপাতা পোড়াতে পারি তাহলে আমাদের ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। ঘরে পজিটিভ শক্তি আসবে । এছাড়াও কোন অসুস্থ রোগীর ঘরে যদি এটি করা যায় তাহলে ঘর জীবাণুমুক্ত হয়।

লবঙ্গ স্বাস্থ্যের দিক থেকে ভীষণ ভালো। রোজদিন লবঙ্গ ফোটানো জল খেলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে এছাড়া লবঙ্গ শরীরের টক্সিন বের করে দিতে সহায়তা করে। শুধু তাই নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী রোজ সন্ধ্যাবেলা যদি আপনি লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ান তাহলে আপনার ঘরের মঙ্গল হবে ।এক্ষেত্রে মানসিক ও শারীরিক অসুস্থতা কেটে যাবে।

About Author