Hiya Dey: চুপিসারে বিয়ে সারলেন সকলের প্রিয় ‘পটল কুমার’ ওরফে হিয়া দে! রইল ছবি

স্টার জলসার মেগা ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা ‘ এর কথা মনে আছে ? বাবার খোঁজে গ্রামের মেয়ে ছোট্ট পটল পাড়ি দিয়েছিল অজানা অচেনা কলকাতার অভিমুখে। দর্শক মহলে অসম্ভব জনপ্রিয় হয়েছিল এই সিরিয়াল টি। আর সিনেমার মুখ্য চরিত্র পটলের ভূমিকায় অভিনয় করে হিয়া দে হয়ে উঠেছিল বাংলার মা কাকিমা দের ঘরের মেয়ে ।

View this post on Instagram

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

জনপ্রিয় এই ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার আর প্রোডিউসার ছিলেন শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দ্বারা প্রযোজিত এই ধারাবাহিকে এক গ্রাম্য কিশোরী পটল কুমার গানওয়ালার কাহিনী তুলে ধরা হয়েছিল। এই সিরিয়াল জনপ্রিয় হবার পর থেকে হিয়াকে সাধারণ মানুষ পটল বলেই বেশি চেনেন। পটলকুমার গানওয়ালার পর ফেলনা বলে আর একটি ধারাবাহিকেও অভিনয় করে হিয়া। সেখানেও তার অভিনয় দাগ কেটেছিল দর্শক মননে ।

View this post on Instagram

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

তবে বর্তমানে কালের নিয়মে আর ছোটো মেয়েটি নেই হিয়া। অনেক বড় হয়ে গেছে সকলের প্রিয় এই ‘পটলকুমার ‘। বর্তমানে লেখাপড়ায় মন দিতে অভিনয় জগৎ থেকে বিরতি নেওয়া হিয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। ইনস্টাগ্রাম তার অনুরাগীর সংখ্যা ইতিমধ্যে ৫০হাজার পেরিয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে নিজের ছবি এবং শর্ট ভিডিও পোস্ট করেন হিয়া।

View this post on Instagram

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিতে বিবাহিত মহিলার সাজে দেখা যাচ্ছে হিয়াকে। তার পরনে রয়েছে হলুদ রঙের শাড়ি , হাতে শাখা, মাথায় সিঁদুর। ছবিটি দেখে অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন তিনি কি বিয়ে করে ফেললেন ? আসলে এটি তার একটি ব্রাইডাল ফটোশুটের ছবি। এই ছবিটি পোস্ট করেই অনুরাগীদের বাংলা নববর্ষের শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন হিয়া। ছবিটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যে ছবিটিতে লাইকের সংখ্যা ৯ হাজার অতিক্রম করেছে।

Back to top button