Rituparna Sengupta: নীল সুইমিংপুলের জল শরীর ভিজিয়ে ক্যামেরাবন্দি হলেন ঋতুপর্ণা, দেখেই ঘাম ঝরলো ভক্তদের

শুধু টলিউডেই নয়, ঋতুপর্ণা সেনগুপ্ত বলিউডেও সমানভাবে জনপ্রিয়। তাঁর অভিনয়ের প্রশংসা করেননি এমন মানুষের দেখা মেলা ভার। টলি পাড়ার এভারগ্রীন অভিনেত্রী ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। ২০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে অবশ্য বাংলায় তাকে আর খুব একটা বেশি দেখা যায় না। বলিউডের ভিন্ন স্বাদের ছবিতে এখন নাম লিখেছেন তিনি।

৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত অভিনয় করেছেন তিনি। তার অভিনয় দক্ষতা বা সৌন্দর্য, কোন কিছু নিয়েই নতুন করে কিছু বলার নেই। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছালেও, এখনো তার জনপ্রিয়তায় কোনোরকম ভাঁটা পড়েনি।এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী সমানভাবে জনপ্রিয়। কখনো ট্রাডিশনাল কখনো বা ওয়েস্টার্ন সাজে সকলকে চমকিত করে তোলেন আর এবার তাকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে, সুইমিংপুলের নীল জলরাশিতে!

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একজোড়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবিতে দেখা গেছে তার ‘নো-মেকআপ লুক’। সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে নিজস্বী তুলেছেন অভিনেত্রী। তার পরণে রয়েছে একটি দুধসাদা ও সবুজ রংয়ের সুতির কুর্তি। গলায় অক্সিডাইজ নেকলেস। সদ্য স্নান শেষে ভেজা শরীরেই ছবিগুলি তুলেছেন অভিনেত্রী। তার চুল থেকে গড়িয়ে পড়ছে জল, ভেজা পোশাক টাইট হয়ে বসে আছে শরীরের সঙ্গে। এককথায় ভেজা শরীরেই লেন্সবন্দি হলেন অভিনেত্রী।

আর তাকে এই লুকে দেখেই ঘায়েল হলেন তার পুরুষ ভক্তরা। ছবিটিতে ইতিমধ্যে হাজার হাজার লাইক ও কমেন্ট পড়েছে। কেউ লিখেছেন, ‘আমার যৌবনের নায়িকা ছিলেন। বাংলাদেশে আপনার অভিনীত ছবি গুলো আমি সব গুলো দেখেছি। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি’; কেউ কেউ আবার তার বয়স নিয়ে কটাক্ষ করে লিখেছেন, ‘সময়ের কাছে সকল কেই হার মানতে হয়। এটাই তার প্রমাণ’; আবার একজন তার জন্য শব্দ সাজিয়ে লিখেছেন, ‘বয়স সবি দেখিয়ে দিতে পারে, জীবন্ত সব কিছুর জন্যই বয়স নামক সময় টি যৌবনের রঙকে হারিয়ে ঐশ্বর্য ময়’।