সোশ্যাল মিডিয়া এখন অনেক কিছুই ভাইরাল হতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে সাফল্য অর্জন করেছে। তেমনি সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর । ‘কাঁচা বাদাম’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। টলিউড তো বটেই, বলিউডের সেলেবদেরও এই গানে কোমর দোলাতে দেখা গিয়েছিল। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পৌঁছে গেল ‘বাদাম কাকু’র এই গান। সম্প্রতি এক মিষ্টি পাকিস্তানি খুদেকে ‘কাঁচা বাদাম’এ কোমর দোলাতে দেখা গিয়েছে।
সম্প্রতি যেমন ‘কাঁচা বাদাম’ গানে এই মিষ্টি পাকিস্তানি খুদের নাচের ভিডিওয় মজেছেন নেটিজেনরা। ভুবন বাদ্যকরের গানে তাঁর কোমর দোলানোর স্টাইল দেখে মুখে হাসি চলে এসেছে অনেকেরই। সবার একটাই বক্তব্য, ‘কী কিউট’।
View this post on Instagram
রাতারাতি বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন ভুবন কাঁচা বাদাম বিক্রি করে । তাঁর গানে নাচতে দেখা গিয়েছিল বিনোদন দুনিয়ার একাধিক তারকাকে। এখন অবশ্য আগের থেকে ‘কাঁচা বাদাম’র ক্রেজ একটু কমেছে। তবে এবার পাকিস্তানি খুদের ভিডিও ভাইরাল হওয়ার পর ফের ভুবনের গান নিয়েও চর্চা শুরু হয়েছে।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে, বিয়েবাড়িতে ‘কাঁচা বাদাম’ গানে জমিয়ে নাচ করছে এক খুদে। পাশে দাঁড়িয়ে চিৎকার করে তাঁকে উৎসাহ দিচ্ছেন বিয়েবাড়িতে উপস্থিত বাকি অতিথিরা। বয়সে পুঁচকে হলেও ‘কাঁচা বাদাম’ গানের প্রত্যেকটি স্টেপ একেবারে মুখস্থ ছিল সেই খুদের।