প্রকাশ্যে দেবের ‘বাঘা যতীন’ লুকে নতুন পোস্টার, দেশজুড়ে দুই ভাষায় মুক্তি ২০ অক্টোবর

ছবির পোস্টারে দেখা যাচ্ছে বন্দুক কাঁধে দাঁড়িয়ে পরনে খাকি পোশাকে নায়ক। সুপারস্টার দেবকে খাকি পোশাক আর কাঁধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে দেখে একঝলকে চিনতে পারেনি কেউই। তাঁর নতুন ছবি “বাঘা যতীন” এর পোস্টারে তাকে এভাবে দেখা গেছে। দুই ভাষাতেই রিলিজ হবে এই ছবি।

এবছর পুজোতেই রিলিজ হবে দেবের নতুন ছবি বাঘা যতীন। দুটো ভাষায় রিলিজ হবে এই সিনেমা। বাঘা যতীন এর অফিসিয়াল পোস্টারে দেবকে খাকি পোশাকে গাল ভর্তি দাড়ি তাঁর মাথায় পাগড়ি বাঁধা আর বড়ো বড়ো চোখে বন্দুক কাঁধে দাঁড়িয়ে আছে দেব। প্রথম দেখায় কেউই চিনতে পারেনি দেবকে। এই সিনেমার পোস্টার রিলিজের পর নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট।

পরিচালক অরুণ রায় অনেক রিসার্চ করে তৈরি করেছেন এই চিত্রনাট্যটি। এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ষষ্ঠতম বর্ষপূর্তিতে এই ছবির খবর প্রকাশ্যে আনলেন। এই ছবি মুক্তি পাবে দুটি ভাষায়। এর আগে অবশ্য চ্যাম্প সিনেমার হিন্দি ডাবিং করে ইউটিউবে মুক্তি পেয়েছিল। আর এখনো পর্যন্ত সেই ছবির ভিউয়ার প্রায় ৩.৮ মিলিয়ন। তবে এবার একসঙ্গে দুটি ভাষায় ছবির কাজ এই প্রথমবার।

ছবির শুটিং শেষ হয়ে গেছে। এবার ভিএফ এক্সের কাজ চলছে। এবছর পুজোতেই এই ছবি রিলিজ এর আশা রাখেন সবাই। এই সিনেমার শুটিং এর সময় বেশ মন দিতে হয়েছে বাঘাযতীনের সঙ্গে বাঘের লড়াই এর দৃশ্যে। আর ওই দৃশ্যটাই হলো এই ছবির অন্যতম জটিল অংশ। কারণ বাঘের সঙ্গে বাঘাযতীনের লড়াই এর পর তার পায়ে প্রায় ৬০০টি সেলাই পরে। তাই সেই দৃশ্য সিনেমার মাধ্যমে তুলে ধরতেই বেশ বেগ পেতে হয়েছে। এই সিনেমার জন্য বেশ উচ্চমানের ভিএম এক্স ব্যবহার হবে এমনটাই জানা গেছে।

এই বছর দুর্গা পূজোয় মুক্তি পাবে দেবের এই নতুন সিনেমা বাঘা যতীন। জানা গেছে, ২০ অক্টোবর বাংলা এবং হিন্দি এই দুই ভাষাতেই মুক্তি পাবে এই সিনেমা গোটা দেশ জুড়ে। পোস্টার রিলিজের পর দেব লেখেন, ” শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একধিক নয় এবার শুধুমাত্র একটি বাঘা ই যথেষ্ট! এই ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাথা এই প্রথমবার নিয়ে আসছি বড়ো পর্দায়। এই সিনেমা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সবচেয়ে বড়ো উপস্থাপনা, “বাঘা যতীন” আসছে এই দূর্গা পুজোয়।”