মায়ের বিরুদ্ধে গিয়ে শিমুলের হয়ে প্রতিবাদী পরাগ! পরাগের এই আচরণে খুশি দর্শকেরা

অল্পদিনের মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। এর কারণ ধারাবাহিকটির গল্প। একদম বাস্তবমুখী গল্প দিয়ে সাজানো হয়েছে সিরিয়াটি। যার কারণে দর্শক অল্প সময়েই সিরিয়ালটির ভক্ত হয়ে উঠেছে। এই সিরিয়ালের অন্যতম চরিত্র হলো পরাগ। এতদিন শিমুলের প্রতি হওয়া কোনো অত্যাচারের প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে। বরং সে তার মা কেই সব ক্ষেত্রে সমর্থন করে গিয়েছে। তবে এবার ঘটবে ঠিক উল্টো। যেখানে প্রথম বার শিমুলের হয়ে প্রতিবাদ করতে দেখা যাবে পরাগকে।
প্রসঙ্গত, একদিকে ধারাবাহিকের শিমুলকে দর্শক যেমন খুব ভালোবাসে। তেমনই আবার পরাগ, পলাশ, শাশুড়িকে দুচোখে দেখতে পারেনা দর্শক। তবে ধারাবাহিকের গল্প নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। কেননা এই গল্পে বউ এর উপর অত্যাচার দেখানো হয়, তা বন্ধ করার দাবি জানিয়েছে অনেকে। এই কারণে এবার ধারাবাহিকের গল্পেও পরিবর্তন আনছেন লেখিকা।

আগের কিছু পর্ব থেকেই দর্শক এর পরিবর্তন দেখতে পাচ্ছে। যেমন ধরুন শিমুলের সঙ্গে শাশুড়ির কথোপকথন। পূর্বে শাশুড়ির সঙ্গেও যে অকথ্য অত্যাচার হয়েছিল সেই কথা শাশুড়ি শিমুলের সঙ্গে ভাগ করে নিলেন। মন খুলে বৌমার সঙ্গে কথা বললেন শাশুড়ি। এদিকে শিমুল শাশুড়ির মনে জমে থাকা কষ্ট বোঝার চেষ্টা করছে।
এদিকে শিমুলের স্বামী যে এতদিন কোনো ভাবেই শিমুলকে সমর্থন করতো না বুঝতো না সেও শিমুলের হয়ে প্রতিবাদ করছে। সিরিয়ালের একটি প্রোমো প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে পরাগ শিমুলের হয়ে তাঁর মায়ের কাছে প্রতিবাদ করছে। এই প্রথম বার শিমুলের হয়ে কথা বললো পরাগ। প্রোমো দেখে বেশ খুশি দর্শক। প্রোমোতে দেখা যাচ্ছে অনেক রকম পদ বানিয়েছে শিমুল, আর সে জন্য তার শাশুড়ি বেশ রেগে গিয়েছে। এই সময় পরাগ মা কে বলে, “মাসে যদি দু-তিনবার ভালো-মন্দ হয় তাহলে কি খুব কম পড়ে যাবে?” এই প্রথম পরাগের আচরণের খুশি দর্শক।