পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! মাত্র ৪১৭ টাকা করে জমা করলে পেতে পারেন ৪০ লক্ষ

বর্তমানে ব্যাংকে (Bank) সুদের হার খুবই কম। ফলে বর্তমানে কেউই আর ব্যাংকে টাকা বিনিয়োগ করতে চাইছেন না। বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলো (Mutual Fund) ঝুঁকি সাপেক্ষ। সেজন্য সাধারণ মানুষেরা কোথায় টাকা রাখবেন সেটি বুঝে উঠতে পারেন না। সে ক্ষেত্রে পোস্ট অফিস (Post Office) একটি ভরসার জায়গা। পোস্ট অফিস এ এমন অনেক স্কিম রয়েছে যেগুলি সবার জন্য। এগুলোতে অল্প টাকা থেকে শুরু করে বেশি টাকা বিনিয়োগ আপনি করতে পারবেন।
সেরকম একটি স্কিম হল পিএফ অ্যাকাউন্ট স্কীম (PF Account Scheme) এই স্কীমে আপনি দৈনিক ৪১৭ টাকা করে বিনিয়োগ করে পেয়ে যেতে পারেন ২২.৫ লক্ষ টাকা। আপনি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৭.১% হারে আপনি সুদ পাবেন অর্থাৎ আপনার সুদের পরিমাণ হবে ১৮.১৮ লক্ষ টাকা। তবে আপনি যদি আরো পাঁচ বছর বিনিয়োগ বৃদ্ধি করেন তাহলেই আপনি পেয়ে যেতে পারেন এক কোটি টাকা।
অতএব এই স্কিমের মাধ্যমে খুব সহজেই দৈনিক মাত্র ৪১৭ টাকা করে বিনিয়োগ করে আপনি কুড়ি বছর পরে কোটিপতি হয়ে যেতে পারেন। যেকোনো ভারতীয় এই স্কিমের গ্রাহক হতে পারেন। তবে এক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না। তবে যারা প্রাপ্তবয়স্ক নয় তারা জয়েন্ট একাউন্ট (Joint Account) অবশ্যই খুলতে পারবেন। এই স্কীমটি ভীষণই লাভজনক। অনেকেই এই স্কীমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।