নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

বীজ থেকেই চাষ করুন পদ্মের, ফুলে ভরে যাবে গাছ, শিখে নিন এই বিশেষ পদ্ধতি

Published on:

অনেকেরই নিশ্চয়ই বাগান করার শখ রয়েছে? আর ফুলের বাগান করার ইচ্ছা তো কমবেশি রয়েছেই সকলের। আমাদের মধ্য অনেকেই রয়েছেন যারা বাগান করতে খুব ভালোবাসেন। বিশেষতঃ ফুলের বাগান করতে ভালোবাসেন অনেকেই। এঁনাদের পছন্দের ফুলের তালিকায় রয়েছে পদ্ম ফুল(Lotus)। কিন্তু কিভাবে সহজে এই পদ্মের চাষ করা হয়, জানেন না। এই জন্য আপনাদের জানাতে চলেছি, কিভাবে অল্প জায়গায় বীজের সাহায্যে সহজে হবে পদ্ম ফুলের চাষ। জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমে পদ্মফুল চাষ করার জন্য দরকার পদ্ম ফুলের বীজ। বীজ সংগ্রহের পরে এই পদ্ম বীজের গোল দিকের অংশটি কোন সিরিজ কাগজ দিয়ে বা সিমেন্টের দেয়ালে ঘষতে হবে। ঘষার পরে দেখবেন বীজের ভিতরের সাদা অংশ দেখা যাচ্ছে। তবে অতিরিক্ত ঘষতে গিয়ে যেন বীজের সাদা অংশ নষ্ট না হয়ে যায়।

এবারে একটি কাঁচের জার নিন এবং সেটি জল দিয়ে ভর্তি করুন। এবারে জল ভর্তি জারের মধ্যে পদ্ম বীজগুলো দিয়ে দিন। বীজগুলো ডুবে যাচ্ছে কিনা খেয়াল করবেন। কারণ যে বীজগুলো ডুবে যায়, সেই বীজ থেকে তাড়াতাড়ি অঙ্কুরোদগম হওয়ার সম্ভাবনা থাকে।

এবারে একটি বড় সিমেন্টের পাত্র বা বড় গামলা নিন। এটি এঁটেল মাটি দিয়ে পূর্ণ করুন। এঁটেল মাটির সাথে জৈব সার মিশিয়ে নিতে পারেন। যখন দেখবেন পদ্মবীজ থেকে অঙ্কুরোদগম হওয়া শুরু হয়েছে, তখন একটি ওই পাত্রের মাটিতে মধ্যে বীজগুলো ছড়িয়ে দিন।

এরপর সেই ছোট পাত্রটিকে একটি জলভর্তি গামলার মধ্যে দিয়ে দিন। একমাসের মধ্যেই দেখবেন পদ্ম পাতা বেড়ে উঠতে শুরু করেছে। তবে গামলায় পদ্ম চাষ করছেন, সেটির সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য সেখানে কয়েকটি রঙিন মাছ দিয়ে দিতে পারেন। তবে গামলার জল মাঝে মাঝে পরিবর্তন করে দেবেন। ৬ মাসের মধ্যে দেখবেন পদ্ম ফুল জন্মেছে।

About Author