BRA তো সব মেয়েরা পড়ে! কিন্তু জানেন “ব্রা”র বাংলা অর্থ কি? লজ্জা নয়! ১০০ জনের মধ্যে ১০০ জনই জানে না!

Bra: আজকাল মানুষের জানার কোনও শেষ নেই৷ অনেক কিছু জানলেও অনেক সময়েই এরকম হয় যে রোজকার ব্যবহারের নানা জিনিস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে না৷ এই অবস্থায় মানুষ নিজের মত করে শব্দ বা তার অর্থ বুঝে নেয়৷ কিন্তু এখন নেটদুনিয়ায় সকলের স্বচ্ছন্দ যাতায়াতের ফলে অনেকেই অনেক কিছু সরাসরি অন্তর্জালেই খোঁজেন৷ এমনই একটি বহু খোঁজা শব্দ হল Bra বা ব্রা৷

অনেকেই এই শব্দের পুরো মানেটা জানতে চান আবার অনেকেই জানতে চান ব্রা (Bra) -কে বাংলায় কী বলা হয়৷ব্রা এর পুরো নাম কি? এই দুটি প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন। তার মধ্যে কিছু ভুলভ্রান্তিও আছে আবার কিছু মানুষ সঠিকভাবেই বিশ্লেষণ করেছেন৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্রা -র পুরো শব্দ হিসেবে ব্রেস্ট রেস্ট অ্যারেঞ্জমেন্ট বলেছেন৷ আবার কেউ বলেছেন ব্রেস্ট রেস্টিং এরিয়া৷

তবে ব্রা (Bra) আসলে একটি ফরাসি শব্দ Brassiere (brassière) থেকে উদ্ভূত হয়েছে বলে এক সোশ্যালমিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন৷ এটি ১৮৯৩ সালে নিউইয়র্কের ইভনিং হেরাল্ড সংবাদপত্রে ব্যবহৃত হয়েছিল। এটি ১৯০৪ সালে বহুল প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠে৷ যখন DeBevoise কোম্পানি এটিকে বিজ্ঞাপনে ব্যবহার করেছিল। এর পরে, ১৯০৭ সালে, ভোগ ম্যাগাজিন প্রথমবার ‘ব্রেসিয়ার’ শব্দটি ছাপায় এবং তারপর থেকে এই শব্দটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। কয়েক বছর পর এটি অক্সফোর্ড ইংরেজি অভিধানেও জায়গা করে নেয় এই শব্দ৷

Bra
Bra

এই ব্রা – শব্দের বাংলা কী এই প্রশ্নের উত্তরে ব্যবহৃত বহুল প্রচলিত শব্দটি হল অন্তর্বাস৷ তবে আরও সঠিকভাবে বলতে গেলে একে বক্ষবন্ধনীও বলা হয়ে থাকে৷ তবে, অতীতের তুলনায় আজকের দিনে ব্রায়ের ডিজাইন অনেকটাই পরিবর্তিত হয়েছে। আগে কিন্তু ব্রায়ের ক্ষেত্রে কোনো কাপের ব্যবহার করা হতো না। আগে এটা শুধুমাত্র কাপড়ের একটি পোশাক ছিল। তবে ১৯৩০ সালে প্রথমবারের মতো কাপের ব্যবহার শুরু হয় ব্রায়ে আর এই ব্যবহার শুরু করে HS CAMP কোম্পানি।

আরও পড়ুন: বাবা হতে চাই না! দীপিকার সাথে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর সিং

Leave a Comment