বলিউডের সবচেয়ে অশিক্ষিত পরিবার! কাপুর পরিবারের সদস্যদের পড়াশোনার দৌড় দেখে চোখ উঠবে কপালে

নাম, যশ আর প্রতিপত্তির দিক থেকে কাপুর (Kapoor) পরিবার অনেকটাই এগিয়ে। মূলত এই পরিবারের হাত ধরেই বলিউডের (Bollywood ) প্রথম জয়যাত্রা শুরু হয়েছিল। সেই কারণেই হয়তো মানুষ তাদের একটু আলাদা চোখেই দেখেন। আর বলিউডেও তাদের সম্মান যথেষ্ট। এই পরিবারের প্রত্যেকটি মেম্বারই সুপারস্টার (Superstar)। কিন্তু জানলে হয়তো অবাক হয়ে যাবেন শিক্ষা-দীক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে এই পরিবার। এই পরিবারকে এক কথায় “অশিক্ষিত” বলাও চলে। কিন্তু তথাকথিত শিক্ষায় শিক্ষিত না হয়েও আজ তারা কোটি টাকা রোজগার করছেন।

রাজ কাপুরের (Raj Kapoor ) বংশধরেরা পড়াশোনার দিক থেকে খুব একটা এগোতে পারেননি। কারণ ছোট থেকেই তাদের চোখে অভিনেতা বা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখানো হয়‌। এই পরিবারের সদস্যরা একপ্রকার ছোট থেকেই অভিনয়ের সাথে যুক্ত হয়ে যায়। এই কারণে পড়াশোনার প্রতি তেমন কোনো ঝোঁক তাদের থাকেনা। তবে এই পরিবারের সবথেকে উচ্চ শিক্ষিত মেম্বার হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। তিনিই প্রথম এমন সদস্য যে দশম শ্রেণী পাস করেছেন। এর আগে এই পরিবারের অন্য কোন সদস্য মাধ্যমিক পাস করেননি।

তবে একটি রিপোর্ট অনুযায়ী রণবীর কাপুর যে মাধ্যমিক পাস করবেন সেই আশা তার পরিবারের কেউ করেননি। দশম শ্রেণীর পরীক্ষায় রণবীর কাপুর পেয়েছিলেন ৫৪.৩ শতাংশ নম্বর। এই রেজাল্ট তার পরিবারের কাছে কোন অনুষ্ঠানের কম ছিল না। সেই কারণেই তার ঠাকুমা বলিউডের সকল দিক্গজ অভিনেতা ও অভিনেত্রীদের পরিবারকে আমন্ত্রণ জানান এবং সেদিন খুব বড় করে একটি পার্টির আয়োজন করা হয়।

সেদিন ওই পার্টিতে ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Rai Bachchan) উপস্থিত ছিলেন। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রণবীর কাপুর বলেন যে তিনিই তার বংশের প্রথম মেম্বার যিনি মাধ্যমিক পাস করেছেন। বিখ্যাত শো “দ্য কমেডি নাইটস উইথ কপিল শর্মা” তে নীতু কাপুর (Neetu Kapoor) একবার গোটা কাপুর পরিবারকে ‘লাল্লু’ বলেছিলেন। পরে অবশ্য তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। আর বলেন যে তিনি লাল্লু বলতে বুঝিয়েছেন তারা বাইরে থেকে যতই শক্ত হোন না কেন ভেতর থেকে সবাই খুবই নরম।